পোশাক শ্রমিকদের বেতনের জন্য ছাড় ৮৮৬ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
০৬ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০
শেয়ার :
পোশাক শ্রমিকদের বেতনের জন্য ছাড় ৮৮৬ কোটি টাকা

পোশাক শ্রমিকদের আগস্ট ও সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা পরিশোধের সুবিধার্থে ৮৮৬ কোটি টাকা ছাড় করেছে বাংলাদেশ ব্যাংক। এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের মাধ্যমে এ অর্থ ছাড় করা হয়েছে।

বিজিএমইএর অনুরোধের পরিপ্রেক্ষিতে এ জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে গত বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সময়োপযোগী এ পদক্ষেপ নেওয়ার জন্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা জানান বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান ও সহসভাপতি শিহাব উদ্দোজা।