চট্টগ্রাম বন্দর এনসিটিতে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড

চট্টগ্রাম ব্যুরো
০৩ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০
শেয়ার :
চট্টগ্রাম বন্দর এনসিটিতে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) এক মাসে সর্বোচ্চ সংখ্যক কন্টেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত চিটাগাং ড্রাই ডক (সিডিডিএল) টার্মিনালটি পরিচালনার দায়িত্ব নেওয়ার দুই মাসের মাথায় নতুন এ মাইলফলক অর্জন হয়।

বন্দর সূত্রে জানা গেছে, বিদায়ী আগস্ট মাসে টার্মিনালটির চারটি জেটি ব্যবহার করে জাহাজ থেকে ১ লাখ ২২ হাজার ৫১৭ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। মাসভিত্তিক কনটেইনার হ্যান্ডলিংয়ে এ সংখ্যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

এর আগে সর্বোচ্চ রেকর্ড ছিল গত জানুয়ারিতে। তখন টার্মিনালটিতে ১ লাখ ১৮ হাজার টিইইউস হ্যান্ডলিং হয়।চিটাগাং ড্রাই ডক লিমিটেড এনসিটি পরিচালনার দায়িত্ব পাওয়ার পর টার্মিনালটি সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে জানিয়ে বন্দর সচিব মো. ওমর ফারুক আমাদের সময়কে বলেন, টার্মিনালে জাহাজের গড় অবস্থান সময়ও কমে এসেছে। পরিচালনা দক্ষতার কারণে স্বাভাবিকভাবে কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড হয়েছে।

জানা গেছে, বন্দরের সবচেয়ে অত্যাধুনিক এ টার্মিনাল ২০০৭ সালে আংশিক এবং ২০১৫ সালে পুরোদমে চালু হয়। শুরু থেকে গত ৬ জুলাই পর্যন্ত টার্মিনালটি পরিচালনার দায়িত্বে ছিল বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেড। দরপত্র অনুযায়ী মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর ৭ জুলাই থেকে এটি পরিচালনার দায়িত্ব পায় চিটাগাং ড্রাই ডক লিমিটেড। চিটাগাং ড্রাই ডক দায়িত্ব নেওয়ার প্রথম মাস গত জুলাইয়ে টার্মিনালটিতে এক লাখ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং হয়েছিল।

বর্তমানে দেশি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় থাকা এ টার্মিনাল সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সে হিসাবে আগামী ৩১ ডিসেম্বর টার্মিনালটি ডিপি ওয়ার্ল্ডের হাতে ছেড়ে দেওয়ার চুক্তির সম্ভাবনা রয়েছে।