হত্যাচেষ্টা মামলায় পলক, রাষ্ট্রদ্রোহের ‎মামলায় জাহাংগীর গ্রেপ্তার

আদালত প্রতিবেদক
২৫ আগস্ট ২০২৫, ১২:২৯
শেয়ার :
হত্যাচেষ্টা মামলায় পলক, রাষ্ট্রদ্রোহের ‎মামলায় জাহাংগীর গ্রেপ্তার

‎জুলাই আন্দোলনে রাজধানীর কাফরুলে আব্দুল আলিম হত্যাচেষ্টা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

‎‎অন্যদিকে জনগণের ভোট ছাড়া নির্বাচন সম্পন্ন করার রাষ্ট্রদ্রোহের মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাংগীর আলমকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

‎আজ সোমবার ঢাকার মেট্টোপলিটন মাজিস্ট্রেট জুয়েল রানা তাদের গ্রেপ্তার দেখানোর এ আদেশ দিয়েছেন। 

‎কাফরুল থানার এসআই মো. শাহ আলম আসামি পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। ‎আর পিবিআই'র পরিদর্শক সৈয়দ সাজেদুর রহমান আসামি জাহাংগীর আলমকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

‎‎শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়। শুনানিকালে আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী উপস্থিত ছিলেন। 

‎‎আব্দুল আলিম হত্যাচেষ্টা মামলায় বলা হয়, জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই কাফরুলের আরমান মেইনারের গেটের সামনে গুলিবিদ্ধ হন আব্দুল আলিম। তার চোখে গুলি লাগে। দীর্ঘদিন চিকিৎসা শেষে গত ১ এপ্রিল তিনি মামলা দায়ের করেন।

জাহাংগীর আলমের মামলার বিবরণীতে বলা হয়, গত ২২ জুন বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব ‘পালন না করে’ উল্টো ‘ভয়-ভীতি দেখিয়ে’ জনগণের ভোট ছাড়াই নির্বাচন সম্পন্ন করার অভিযোগে মামলা করে বিএনপি।বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং মামলা, গুম, খুন ও তথ্য সংরক্ষণ সমন্বয়ক সালাহ উদ্দিন খান এ মামলার বাদী, যিনি একজন সাবেক পুলিশ কর্মকর্তা। এরপর মামলায় দণ্ডবিধির ১২৪ (ক)/ ৪২০/৪০৬ ধারায় অভিযোগ সংযুক্ত করা করা হয়। 

‎‎২০১৪ সালের নির্বাচনের সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ, ২০১৮ সালের নির্বাচনে সিইসি এ কে এম নূরুল হুদা ও ২০২৪ সালের নির্বাচনের সিইসি কাজী হাবিবুল আউয়ালকে আসামি করা হয়। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ মামলার আসামি।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার, এ কে এম শহীদুল হক, জাবেদ পাটোয়ারী, বেনজির আহমেদ ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকেও আসামি করা হয়েছে মামলায়।