ভাষাসংগ্রামী আহমদ রফিক গুরুতর অসুস্থ

নিজস্ব প্রতিবেদক
১৮ আগস্ট ২০২৫, ০০:০০
শেয়ার :
ভাষাসংগ্রামী আহমদ রফিক গুরুতর অসুস্থ

ভাষাসংগ্রামী, কবি ও রবীন্দ্র গবেষক আহমদ রফিক গুরুতর অসুস্থ। গত রাতে তাকে ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। আহমদ রফিকের দেখভালে থাকা কালাম আমাদের সময়কে এ তথ্য নিশ্চিত করেন।

কামাল বলেন, তিন দিন ধরে আহমদ রফিক কথা বলেন না। এ অবস্থায় তাকে আমরা ল্যাবএইড হাসপাতাল নিয়ে যাচ্ছি। হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।

আহমদ রফিক দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিলতাসহ নানা রোগে আক্রান্ত। অর্থনৈতিক টানাপড়েনের মধ্যেও আছেন। তার বইয়ের সম্মানী ও সম্মাননা থেকে প্রাপ্ত অর্থে তিনি কোনোরকম জীবনযাপন করে আসছেন। নিজের চিকিৎসা করানোর মতো সামর্থ্য আর এখন নেই বলে জানা গেছে। এমন বাস্তবতায় তার চিকিৎসার ভার গ্রহণ করেন পত্রিকাটির সম্পাদক।

রবীন্দ্র গবেষকরা মনে করেন, রবীন্দ্রনাথের বিষয় ধরে ধরে সম্ভবত সবচেয়ে বেশি গবেষণা করেছেন আহমদ রফিক।

উল্লেখ্য কবি ও কলামিস্ট হিসেবে খ্যাত আহমদ রফিক ছাত্রাবস্থার থেকেই সাহিত্য-সৃজনশীল ও রাজনৈতিক কর্মকা-ে সমানভাবে আলোচিত। তিনি বায়ান্নর ভাষা-আন্দোলনের প্রত্যক্ষ সংগঠক ছিলেন।