কোটি টাকার খেজুরের নিলাম আজ
চট্টগ্রাম কাস্টমে প্রায় কোটি টাকা মূল্যের ২১ টন খেজুর নিলামে তোলা হচ্ছে আজ সোমবার। ৯৪ লাখ ৪৯ হাজার ৩৫৬ টাকার খেজুর আজ দুপুর ১২টায় নিলামে তোলা হবে। কিনতে চাইলে নিলামে অংশগ্রহণকারীদের দরমূল্যের ওপর ২০ শতাংশ পে-অর্ডার জমা দিতে হবে। নিলামে অনুমোদন পাওয়া সর্বোচ্চ দরদাতাকে মূল্যের ওপর সরকার নির্ধারিত ১০ শতাংশ হারে আয়কর এবং ১৫ শতাংশ হারে ভ্যাট পরিশোধ করতে হবে। জামানাতের বাইরের অবশিষ্ট মূল্য পরিশোধ করে দ্রুত পণ্য খালাস করতে হবে সর্বোচ্চ দরদাতাকে।
পূর্ব ঘোষিত সময় ও নিয়ম অনুসারে নিলাম অনুষ্ঠিত হবে বলে জানান, চট্টগ্রাম কাস্টমের সহকারী কমিশনার মেহেদী হাসান। তিনি আমাদের সময়কে বলেন, পচনশীল পণ্য দ্রুত খালাস করতে স্পট নিলামের ডাকা হয়েছে। এ ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে।
আরও পড়ুন:
ডেমরায় এক কক্ষে কিশোরী ও যুবকের মরদেহ
সূত্র জানায়, পচনশীল পণ্যের দ্রুত নিলাম আয়োজনে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) স্থায়ী আদেশ জারি করে। কিন্তু চট্টগ্রাম কাস্টমের কর্মকর্তাদের অনীহার কারণে সেটির বাস্তবায়ন হয়নি এতদিন। ফলে বিগত সময়ে অনেক খাদ্যপণ্য পচে যাওয়ায় সেগুলো মাটিতে পুঁতে ফেলতে হয়েছে। এতে সরকার একদিকে রাজস্ব বঞ্চিত হয়ে অন্যদিকে পণ্য ধ্বংসে ব্যয় করতে হয়েছে অর্থ।
আরও পড়ুন:
আফরোজা পারভীন পেলেন অনন্যা সাহিত্য পুরস্কার
চট্টগ্রাম কাস্টমের প্রকাশ্য নিলামকে স্বাগত জানিয়েছেন নিলামে অংশগ্রহণকারী (বিডার) ব্যবসায়ীরা। চট্টগ্রাম কাস্টম নিলাম ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ এয়াকুব চৌধুরী বলেন, নিলামের এমন উদ্যোগকে আমরা স্বাগত জানাই। উল্লেখ্য, আমদানি পণ্য জাহাজ থেকে বন্দর ইয়ার্ডে নামার ৩০ দিনের মধ্যে আমদানিকারককে খালাস নিতে হয়। উক্ত সময়ে আমদানিকারক পণ্য খালাস করতে না পারলে তাকে নোটিশ দেয় কাস্টম কর্তৃপক্ষ। নোটিশ দেওয়ার ১৫ দিনের মধ্যে পণ্য খালাস না নিলে তা নিলামে তুলতে পারে কাস্টম কর্তৃপক্ষ।
আরও পড়ুন:
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু ভর্তি ৬৪৫