পুনর্জন্মের আগে
আষাঢ় মাসে আকাশ কেন কাঁদে,
সারাটা দেশ কাঁপছে প্রতিবাদে।
বৈষম্যের শিকার যত লোক,
পালন করে পুনর্জন্ম শোক।
আকাশ জানে পাতাল জানে খোঁজ,
আরও পড়ুন:
আহমদ ছফা মানবিকতায় ও দূরদর্শিতায়
মানুষ কত ক্ষুধায় মরে রোজ।
মৃত্যু দেখে চমকে ওঠে দেশ,
মেঘের মেয়ে বিছিয়ে কালো কেশ-
মাতম করে মহররমের মাস;
সবাই যেন জন্ম থেকে দাস।
টানছে ঘানি রথের চাকা ঠেলে,
বর্তে যায় একটা কিছু পেলে।
শ্রাবণ মাসে বজ্র বেশি হয়,
আরও পড়ুন:
শুভ মৃত্যুদিন
অস্ত্র দিয়ে অস্ত্র বিনিময়।
আষাঢ় যায় শ্রাবণ আসে ধীরে,
রক্ত মেখে মুগ্ধ আসে ফিরে।