নীলফামারীতে শিক্ষিকা মাহরিনের সমাধিতে ডিসি-এসপির শ্রদ্ধা

নীলফামারীতে শিক্ষিকা

নীলফামারী প্রতিনিধি
২৪ জুলাই ২০২৫, ০০:০০
শেয়ার :
নীলফামারীতে শিক্ষিকা মাহরিনের সমাধিতে ডিসি-এসপির শ্রদ্ধা

নীলফামারীতে শিক্ষিকা মাহরিন চৌধুরীর সমাধিতে জেলা প্রশাসকের শ্রদ্ধা -আমাদের সময়

শিশুশিক্ষার্থীদের বাঁচাতে জীবন উৎসর্গকারী শিক্ষিকা মাহরিন চৌধুরীর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে নীলফামারীর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। গতকাল বুধবার দুপুরে জলঢাকার বগুলাগাড়ি চৌধুরীপাড়ার পারিবারিক কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ও পুলিশ সুপার এএফএম তারিক হোসেন খান।

উল্লেখ্য, রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ২০ শিক্ষার্থীর জীবন বাঁচিয়ে গত সোমবার রাত ১০টায় চিরবিদায় নিয়েছেন এই মহান শিক্ষিকা।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, মাহরিন চৌধুরীর সাহসিকতা আমাদের গর্বিত করেছে। তার আত্মত্যাগ এই প্রজন্মের জন্য একটি অনন্য দৃষ্টান্ত।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনুষ্ঠানে ছিলেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জায়িদ ইমরুল মোজাক্কিন, জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরজু মো. সাজ্জাদ হোসেনসহ জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।