কুয়েতে ইউরোপীয় ভিসা জালিয়াতি প্রতারক চক্র গ্রেপ্তার

প্রবাস ডেস্ক
০৪ জুলাই ২০২৫, ১০:৩২
শেয়ার :
কুয়েতে ইউরোপীয় ভিসা জালিয়াতি প্রতারক চক্র গ্রেপ্তার

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিযান চালিয়ে ইউরোপের ভিসা জালিয়াতির সংঘবদ্ধ প্রতারক চক্রকে আটক করে। 

স্থানীয় গণমাধ্যম আরব টাইমস-এ বলা হয়েছে, কুয়েত থেকে ইউরোপে যাওয়া প্রত্যাশীদের অর্থের বিনিময়ে তারা ইউরোপীয় ভিসা প্রাপ্তির জন্য বিভিন্ন ভুয়া নথিপত্র তৈরি ও তথ্য সরবরাহ করতেন।

দেশটির প্রশাসনের তদন্তে উঠে আসে, তারা পেশা পরিবর্তন, নিয়োগকর্তার তথ্য বিকৃতি, ভুয়া ওয়ার্ক পারমিট, মজুরি ও ব্যাংক স্টেটমেন্টসহ বিভিন্ন ধরনের জাল কাগজপত্র তৈরি করতেন, যাতে ইউরোপীয় দেশগুলোর ভিসা পাওয়ার শর্ত পূরণ দেখানো যায়।

এ অভিযানে পররাষ্ট্র মন্ত্রণালয়ও সরাসরি সহযোগিতা করেছে। এর ফলে জালিয়াতির প্রক্রিয়া এবং সংশ্লিষ্টদের শনাক্তে যৌথ তদন্ত চালিয়ে চক্রটিকে ধরা সম্ভব হয়।