অপহরণ মামলায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২৩, ২০:৪৭
শেয়ার :
অপহরণ মামলায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২

নাটোরের গুরুদাসপুরে মিজানুর রহমান কাজল নামে এক যুবককে অপহরণের পর মুক্তিপণ নিতে এসে পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছেন ইউপি সদস্য ও তার এক সহযোগী। আজ শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শুক্রবার দিনগত রাতে গুরুদাসপুর উপজেলার মকিমপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইউপি সদস্য সেলিম হোসেন নাটোর সদর উপজেলার বাগরোম গ্রামের দুখু মিয়ার ছেলে। তিনি হালসা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। অপর ব্যক্তি মুক্তার হোসেন একই গ্রামের বাসিন্দা।

অপহরণের শিকার মিজানুর রহমান কাজল গুরুদাসপুরের চাপিলা ইউনিয়নের মকিমপুর গ্রামের সাহেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কাজলকে গুরুদাসপুরের নাজিরপুর বাজার থেকে অপহরণ করে ইউপি সদস্যের বাড়িতে আটকে রাখা হয়। সেখানে নিয়ে তাকে শারীরিক নির্যাতনের পর সাড়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরদিন শুক্রবার ছেলের খোঁজে সেখানে গেলে তার বাবাকেও মারধর করে আটকে রাখা হয়। পরে কাজলের পরিবার মুক্তিপণের টাকা দিতে রাজি হন। টাকা নিতে শুক্রবার রাতে ইউপি সদস্য সেলিম ও মুক্তার গুরুদাসপুরের মকিমপুর গ্রামে এলে এলাকাবাসী তাদের আটকে পুলিশে খবর দেন।

এ ঘটনায় ৪ জনকে অভিযুক্ত করে শুক্রবার রাতেই গুরুদাসপুর থানায় অপহরণ ও চাঁদাবাজি মামলা দায়ের করেছেন কাজলের বড় ভাই আব্দুল কাদের।

আব্দুল কাদের জানান, গতকাল শুক্রবার রাতে অভিযুক্তদের গ্রেপ্তারের পর পুলিশ বাগরোম গ্রাম থেকে তার ছোট ভাই কাজল ও বাবা সাহেদকে উদ্ধার করেন।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনোয়ারুজ্জামান বলেন, অপহরণের ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।