আরেক হত্যা মামলায় তুরিন আফরোজ গ্রেপ্তার

আদালত প্রতিবেদক
২৮ এপ্রিল ২০২৫, ১৪:৩৮
শেয়ার :
আরেক হত্যা মামলায় তুরিন আফরোজ গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে আরেক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।মামলাটি মিরপুর থানার একটি হত্যা মামলা।

আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম গ্রেপ্তার দেখানোর এই আদেশ দেন।

এদিন বেলা সাড়ে ১১টার দিকে মাথায় হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে কড়া পুলিশি নিরাপত্তায় আদালতের এজলাসে হাজির করা হয় তুরিন আফরোজকে। এরপর তাকে মিরপুর থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তার দেখানো শেষে আদালতের এজলাস থেকে নামিয়ে ঢাকার সিএমএম আদালতের হাজতখানার দিকে নিয়ে যাওয়া হয় তাকে। এ সময় তিনি ছিলেন হাস্যোজ্জ্বল। তবে সাংবাদিকরা তাকে অনেক ধরনের প্রশ্ন করলেও তিনি কোনো উত্তর দেননি। পরে তাকে হাজতখানার মধ্যে প্রবেশ করানো হয়।

গত ৭ এপ্রিল রাতে উত্তরার একটি বাসায় অভিযান পরিচালনা করে তুরিন আফরোজকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আব্দুল জব্বার নামে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় ৮ এপ্রিল তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ১২ এপ্রিল তাকে কারাগারে পাঠানো হয়।

এরপর গত ২৩ এপ্রিল তাকে মিরপুর থানার আনোয়ার হোসেন পাটোওয়ারী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। 

গত বছর সরকার পতনের দিন ৫ অগাস্টে মিরপুর গোলচত্বর এলাকায় গুলিতে নিহত হন আনোয়ার হোসেন পাটোওয়ারী। এ ঘটনায় তার বাবা আল আমিন পাটোয়ারী মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন।