বোনকে উপহার দিয়ে ফেরা হলো না রিফাতের
ছোট বোনকে ঈদ উপহার দিয়ে বাড়ি ফেরা হলো মো. রিফাত নামে এক যুবকের। তার আগেই ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় নিহত হন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নোয়াখালীর সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। রিফাত সোনাইমুড়ী উপজেলার কোটবাড়িয়া গ্রামের আবুল খায়েরের ছেলে। এ ছাড়া গত বৃহস্পতিবার রাত ও গতকাল সড়কে স্কুলছাত্র ও শ্রমিকসহ ৮ জনের প্রাণহানি ঘটেছে। ব্যুরো প্রধান ও প্রতিনিধিদের পাঠানো খবরÑ
নোয়াখালী : রিফাতের বোনের শ্বশুরবাড়ি সুবর্ণচর উপজেলার হারিছ চৌধুরীর বাজার এলাকায়। গত বৃহস্পতিবার বিকালে সেখানে ঈদ উপহার নিয়ে যান তিনি। পরে রাতে সেখান থেকে বাড়িতে ফিরছিলেন। পথে সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় রিফাত গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভোলা : বোরহানউদ্দিনে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়। গতকাল বেলা ১১টায় উপজেলার টবগী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড হাকিমুদ্দিন দরগার উত্তর পাশে দালালপুর নাইব বাড়ি দরজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন -টবগী ৪নং ওয়ার্ডের পাটোয়ারী বাড়ির গোলাম মাওলার ছেলে মো. রায়হান ও পটুয়াখালী জেলার বাসিন্দা আব্দুর রহমান ও চরফ্যাশন উপজেলায় স্কয়ার কোম্পানির এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন ।
শেরপুর (বগুড়া) : শেরপুরে ট্রাকের ধাক্কায় পথচারীসহ দুজন ও ২১ শ্রমিক আহত নিহত হন। গতকাল সকাল সাতটায় উপজেলার শেরপুর-কাজীপুর আঞ্চলিক সড়কের উপজেলার গাড়িদহ রনবীরবালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ খামারকান্দি ইউনিয়নের ঝাজর গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে হারুন অর রশিদ এবং হোসনাবাদ গ্রামের হানিফ উদ্দিন।
বরিশাল : বাবুগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মো. সজীব নামে এক যুবক নিহত ও অপর আরোহী আনন্দ আহত হন। গতকাল দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সজীব বরিশাল নগরীর ঝড়ঝড়িয়াতলা এলাকার আব্দুল মান্নানের ছেলে।
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) : বাঞ্ছারামপুরে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে সিফাত নামে এক স্কুলছাত্র নিহত হয়। গত বৃহস্পতিবার রাতে তেজখালী ইউনিয়নের আকানগর পাঁচ রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। সিফাত উপজেলার সোনারামপুর ইউনিয়নের সোনারামপুর ডেঙ্গা পাড়ার সৌদি প্রবাসী সাহেব মিয়ার ছেলে ও সোনারামপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
রাজবাড়ী : গোয়াল?েন্দ সাকুরা প?রিবহ?নের এক?টি যাত্রীবাহী বাসের ধাক্কায় নুরমহান আক্তার নুরী নামে এক নারী নিহত হন। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়?কের গোয়ালন্দের মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
গুরুদাসপুর (নাটোর) : গুরুদাসপুরে বাসের ধাক্কায় আল মামুন নামে এক সেনাসদস্য নিহত হন। গতকাল উপজেলার কাছিকাটা টোল প্লাজার ১০ নম্বর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মামুন বড়বাড়িয়া লক্ষ্মীপুর গ্রামের মৃত ওছিম উদ্দিনের ছেলে।