মতলবে ২০ মামলার পলাতক আসামি গ্রেপ্তার
মতলব উত্তরে ডাকাতি, দস্যুতা, মাদক ও ছিনতাইসহ ৫ বছরের সাজাপ্রাপ্ত ২০ মামলার পলাতক আসামি মো. রাসেল মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার গালিম খাঁ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মতলব উত্তর থানার উপপরিদর্শক (এসআই) মো. জাফর আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযানে তাকে গ্রেপ্তার করেন। রাসেল উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের গালিম খাঁ গ্রামের হামিদ আলী উজিরের ছেলে। থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ২-এর নেতৃত্বে পৃথক অভিযানে ফতেপুর পশ্চিম ইউনিয়নের রাঢ়ীকান্দি গ্রাম থেকে শাহজালাল দেওয়ানের মেয়ে দুই বছর সাজাপ্রাপ্ত শামসুন্নাহারকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাসেল মিয়াজীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা, মাদক ও ছিনতাইসহ বিভিন্ন থানায় ২০টি মামলা রয়েছে। আসামি রাসেল ৫ বছরের সাজা পরোয়ানামূলে এবং অন্য আসামি দুই বছর সাজাপ্রাপ্ত শামসুন্নাহার পরোয়ানামূলে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। ষমতলব (উত্তর) প্রতিনিধি