পোশাকে বিজয়

নিশাত তানিয়া
১১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
শেয়ার :
পোশাকে বিজয়

১৬ ডিসেম্বর, বিজয় দিবস। চেতনায় বিজয়কে ধারণ করে ফ্যাশনপ্রেমীরা বিশেষ দিনটিতে পরে লাল-সবুজের পোশাক। এ উপলক্ষে দেশীয় ফ্যাশন হাউসগুলোর আয়োজন থাকে লাল-সবুজ পোশাকের। ফ্যাশন হাউসগুলো ঘুরে বিজয়ের পোশাক নিয়ে এবারের আয়োজন। লিখেছেন নিশাত তানিয়া

১৯৭১-এর রক্তঝরা সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন, আর ২০২৪ সালে তাদের অধিকার আদায় এক নতুন অধ্যায় তৈরি করেছে, এমনটাই মনে করেন রঙ বাংলাদেশের কর্ণধার সৌমিক দাস। এবারের রঙ বাংলাদেশের প্রতিটি ডিজাইন, প্রতিটি পোশাকে দেশের ঐতিহ্য, সংগ্রাম এবং স্বাধীনতার গল্প তুলে ধরা হয়েছে বলে তিনি জানান।

এরই ধারাবাহিকতায় তাদের বিজয়ের আয়োজনে থাকছে ছোট, বড়দের শাড়ি, পাঞ্জাবি, কামিজ, শাল, মগ, সুভিনির সামগ্রী ইত্যাদি। এগুলো কটন, সাল্ব কটন, জেকার্ড কটন, হাফসিল্ক মেটারিয়ালে থাকছে। নকশায় থাকছে দেশের ম্যাপ, রয়েল বেঙ্গল টাইগারের স্টাইপের মতো ব্যতিক্রম কিছু।

বিজয়ের শাড়ি

যে কোনো দিবস উদযাপনের সবচেয়ে সুন্দর পোশাক মেয়েদের জন্য শাড়ি। ফ্যাশন হাউসগুলো একদম পরিপূর্ণ হয়ে উঠেছে লাল-সবুজ মিশেলের শাড়িতে। তবে এবার লাল-সবুজের সঙ্গে সাদা লাল, হলুদ লাল, নীল সাদা রঙের আধিপত্যে দেখা গেল। যত রঙই ব্যবহার হোক না কেন, প্রতিটা শাড়ির থিম ছিল দেশের ঐতিহ্য ও পতাকা। এ ছাড়া দেশাত্মবোধক গান, কবিতা ও সুন্দর লাইন লেখা, দেশের নদীর নাম ও গ্রামবাংলার ছবিও থাকছে শাড়িতে। এগুলোতে থাকছে হালকা সুতার এমব্রয়ডারি ওয়ার্ক। আবার লাল-সবুজের বাটিক, ব্লক প্রিন্টও দারুণ চলছে এবার।

ম্যাটারিয়ালের কথা বলতে গেলে সবই প্রায় সুতির, তাঁতের দেশীয় একদম কাপড় দিয়ে তৈরি। এ ছাড়া আড়ংসহ বেশ কিছু ফ্যাশন হাউস এনেছে লাল-সবুজ জামদানি শাড়ি, যা কিনা রঙে ও কাপড়ে সব দিক থেকে আমাদের দেশকে উপস্থাপন করবে। এর সঙ্গে আছে দারুণ সব ব্লাউজ পিস।

দরদাম : দেশীয় ফ্যাশন হাউসগুলোতে ম্যাটারিয়ালভেদে ২০০০ থেকে ৫০০০ টাকার মধ্যে। এ ছাড়া বিভিন্ন শপিংমলে ও নিউমার্কেটে ১২০০ টাকা থেকে শুরু হয়েছে শাড়িগুলোর মূল্য।

লাল-সবুজ সালোয়ার-কামিজ

সালোয়ার-কামিজ তরুণ প্রজন্মের কাছে তো জনপ্রিয় সঙ্গে সব বয়সের নারীরা খুবই স্বচ্ছন্দে ব্যবহার করতে পারে এটা।

কটন আর সিনথেটিক মিলিয়ে দারুণ সব বিজয় দিবসের কামিজ, কুর্তির কালেকশন এনেছে ফ্যাশন হাউসগুলোতে। এ ছাড়া থাকছে কামিজ লাল সঙ্গে সালোয়ার ও ওড়না সবুজ এ ধরনের কনট্রাস্ট। এগুলোর কোনোটা বুকে এক্সট্রা কাপড় বসিয়ে কাজ করা, লেইস, টারসেলের কাজ। স্কিন প্রিন্ট, ব্লক-বাটিকের সালোয়ার-কামিজগুলোর মধ্যে থাকছে লাল-সবুজ ও সাদার মিশেল। আর সিঙ্গেল কামিজ বা কুর্তিগুলো দেবে ক্যাজুয়াল লুক।

দরদাম : ফুলসেট সালোয়ার-কামিজ ১৮০০ থেকে ৪০০০ টাকার মধ্যে পেয়ে যাবেন। এ ছাড়া সিঙ্গেল পিস, টপসগুলো ৮০০ থেকে ২০০০ টাকার মধ্যেই থাকছে।

পাঞ্জাবি ও টি-শার্ট

এ দিনে বিশেষ কোনো প্রোগ্রাম থাকলে ছেলেদের জন্য পাঞ্জাবিটা থাকে সবচেয়ে অগ্রাধিকারে। এটার সবচেয়ে বড় গুণ একই সঙ্গে ক্যাজুয়াল ও প্রোগ্রামের লুক দেওয়া যায়।

তাই ফ্যাশন হাউসগুলো ঘুরে দেখ গেল প্রচুর বিজয় দিবসের পাঞ্জাবির কালেকশন। এগুলোর মধ্যে শর্ট ও লং দুই ধরনেরই আছে। সুতি, তোসর, খাদি, হাফসিল্ক সব ম্যাটারিয়ালের ওপরই আছে এগুলো।

এবার একেবারে লাল-সবুজ না করে সাদার ওপরে লালের কাজও করেছে বেশ কিছু ফ্যাশন হাউস। আর সব বয়সী ছেলেদের জন্য টি-শার্ট একটা ভীষণ ক্যাজুয়াল পোশাক। ছোট-বড় সবার জন্য ফুলস্লিভ ও হাফস্লিভ টি-শার্ট এসেছে। সবুজ রঙের গেঞ্জিতে বুকে লাল বৃত্তাকার দিয়ে পতাকা, দেশের নাম, স্মৃতিসৌধ, সংসদ ভবন, আহসান মঞ্জিল, লালবাগ কেল্লাসহ দেশের নানান ঐতিহ্যের ছবি সংবলিত টি-শার্টগুলো সারা বছরই আপনাকে পৌঁছে দেবে অন্য মাত্রায়।

দরদাম : পাঞ্জাবিগুলো স্থান ও কোয়ালিটিভেদে ১২০০ থেকে ৩৬০০ টাকার মধ্যে। টি-শার্ট গুলো ৫৫০ থেকে শুরু।

শাল-চাদরে বিজয়ের রঙ

এখন সময়টা যেহেতু হালকা শীতের। সকালে ও সন্ধ্যার সময় শাল পরা প্রয়োজন পড়ে। বিজয় দিবস উপলক্ষে ফ্যাশন হাউসগুলো বিভিন্ন পোশাকের পাশাপাশি তাই রেখেছেন শালও।

এ শালগুলো এমনভাবে তৈরি, ছেলে-মেয়ে উভয়ই যে কোনো পোশাক যেমন- শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তি, পাঞ্জাবি সবকিছুর সঙ্গেই পরা যাবে। হাফ লাল ও হাফ সবুজ রঙের শালগুলো অন্য কোনো কাজ ছাড়াই লাগছে দারুণ এলিট। এ ছাড়া অফহোয়াইট রঙের ওপর কবিতা, গান ও গ্রামবাংলার স্ক্রিনপ্রিন্টের চাদরগুলো বিজয় দিবসের সৌন্দর্যে নিজেকে ধারণ করতে আরও সাহায্য করবে।

আরও পড়ুন:

খোঁ জ খ ব র

দরদাম : শালগুলো ম্যাটারিয়াল ও কাজভেদে ১০০০ থেকে ২২০০ টাকার মধ্যেই পাবেন।

শিশুর জন্য

বিজয় দিবসে আসলে বেশির ভাগ বড়দের পোশাকই ছোট ভার্সনে শিশুদের জন্য রাখা হয়। যেমন- পাঞ্জাবি, ফ্রক, টি-শার্ট, সালোয়ার-কামিজ, এমনকি শাড়িও। বাবা-মার সঙ্গে মিল রেখে থাকছে কম্বো পোশাক।

মূল্য : ছোটদের পোশাক ৫০০ থেকে শুরু হয়ে ১২০০ টাকার মধ্যে পেয়ে যাবেন।