যেমন পোশাক তেমন সাজ
শীত আসতে না আসতেই চারপাশে শুরু হয়েছে বিভিন্ন উৎসব-আয়োজন। আর যে কোনো উৎসবে যোগ দিতে চাই মানানসই সাজপোশাক। কিন্তু কোন পোশাকে কেমন সাজ, এটা অনেক সময়ই আমরা ঠিক বুঝে উঠতে পারি না। চলুন তা হলে জেনে নেই
পোশাকে কেমন সাজ মানানসই। রূপ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে বিস্তারিত লিখেছেন নিশাত তানিয়া
শাড়ির সঙ্গে যেমন
রূপ বিশেষজ্ঞ আফরোজা পারভীন বলেন, শাড়ি মানেই যে অতিরিক্ত মেকআপ করতে হবে, তা নয়। শাড়ির সঙ্গে অনেক সময় হালকা সাজেও ভালো লাগে। তবে সেটি অবশ্যই শাড়ির ম্যাটারিয়ালের ওপরও অনেকটা নির্ভর করে। যেমন- সুতি, জামদানি, তাঁতের শাড়ি হলে হালকা বেজ মেকআপ করে নিন। এ ক্ষেত্রে বিবি ক্রিম ও পাউডারই যথেষ্ট। এর পর চোখে কাজল টেনে মাশকারা দিয়ে নিন। লিপস্টিকের ব্যাপারে নুড বা স্কিনের থেকে একশেড ডার্ক বেছে নেওয়াই ভালো। একই সঙ্গে কপাল ও মুখের গঠন অনুযায়ী টিপ নেবেন।
আরও পড়ুন:
লেপ-কম্বল ব্যবহারের আগে
চুলগুলো খোলাই রাখতে পারেন। এ ক্ষেত্রে হালকা কার্ল করে নিতে পারেন। আর বেণি বা যে কোনো খোঁপার সঙ্গে পরতে পারেন তাজা ফুল।
ব্যাগ ও স্যান্ডেলও খুবই জরুরি সাজকে সম্পূর্ণ করতে। সুতির শাড়ি আর এমন সাজের সঙ্গে কোনো রকমের স্টোন বা কারচুপির কিছুই যাবে না। তবে পায়ে ও কাঁধে নিতে পারেন ল্যাদারের ব্যাগ এবং জুতা। তা ছাড়া পাটি, কাপড়, চটের বিভিন্ন দেশীয় মোটিফের ব্যাগ দারুণ লাগবে। আর এখন পাটি, জামদানি কাপড়ের স্যান্ডেলও পাওয়া যায়। বেশি হাইহিল না পরে সিøপার অথবা হাফ ইঞ্চি হিল বেছে নিন। আর এসবের সঙ্গে ছোট-বড় যে গহনাই হোক- সেটি কাঠ, মাটি বা মেটালেও চলবে। কাপড়, উল, কড়ির তৈরি চোকারগুলো এ ধরনের শাড়ির সঙ্গে দারুণ লাগে।
সুতি শাড়ির সঙ্গে এখন মিস ম্যাচ টাইপ ব্লাউজ খুব চলছে। একরঙা ব্লাউজে পিঠে কাজ, ব্লক, বাটিক, প্রিন্ট- এ ধরনের ব্লাউজ চলছে। এতে আপনাকে দেবে পুরোপুরি ক্ল্যাসি একটি লুক।
এবার আসা যাক কাতান, জর্জেট, শিফন অর্থাৎ সিনথেটিক শাড়ির ক্ষেত্রবিশেষে একটু ভারী মেকআপ লাগে। একই সঙ্গে চোখটি হবে একটু ডার্ক শাড়ির কালার অনুযায়ী। রাত বা বড় কোনো প্রোগ্রাম থাকলে আইল্যাশও লাগাতে পারেন। ঠোঁটে দিন মেরুন অথবা যে কোনো ডার্কশেডের লিপস্টিক। তবে সেটি হতে হবে অবশ্যই ম্যাট।
কানে স্টোনের বড় দুল দিলে গলায় কিছুর প্রয়োজন নেই। হাতেও দিতে হবে কারুকাজ মিলিয়ে চুড়ি বা ব্রেসলেট। একই সঙ্গে পরুন বড় স্টোনের একটি নাকফুল। আর ব্যাগও নিতে পারেন ছোট একটু স্টোন, পুঁথি ও কারচুপির কাজের। এ ধরনের শাড়ির সঙ্গে হাইহিল মানাবে। আসলে সব মিলিয়ে শাড়িতে মেয়েদের একটু বেশিই সুন্দর দেখায়।
সালোয়ার-কামিজ
আরও পড়ুন:
খোঁ জ খ ব র
এটি এমন একটি পোশাক যে, আপনি চাইলে নিজেকে ক্যাজুয়াল দেখাতে পারেন আবার গর্জিয়াসও। সুতি বা সিনথেটিক যায় হোক, সালোয়ার-কামিজের সঙ্গে একটু কম সাজই ভালো লাগে। আর কিছু জিনিস তো একেবারে যাবেই না সালোয়ার-কামিজেরের সঙ্গে। যেমন- বেশি গহনা গলা ও হাতভর্তি চুড়ি। সিম্পল করে নিজের ফেস সেট করে নিন। এর পর চোখে হালকা শ্যাডো দিয়ে আইলাইনার টেনে মাশকারা ব্যবহার করুন। চোখে অ্যাক্সট্রা লেন্স ব্যবহার না করলে আইল্যাশ ব্যবহার না করাই ভালো। গালে দিন হালকা ব্লাশন ও হাইলাইটার। তবে লিপস্টিকের ক্ষেত্রে একটু ডার্ক কালার ব্যবহার করতেই পারেন। আর এ সময়টি হালকা গ্লোসি লিপস্টিক সালোয়ার-কামিজের সঙ্গে খুবই মানাবে।
কানে ছোট্ট স্টোনের দুলই ভালো লাগবে। হাতে রাখুন ঘড়ি ও চিকন ব্রেসলেট। অনেকে কামিজের সঙ্গে গলায় লম্বা মালা পরতে পছন্দ করেন। তবে সেটি হতে হবে অবশ্যই চিকন। কোনো ধরনের চোকার বা জরোয়াসেট কামিজের সঙ্গে এখন চলে না।
চুল খোলা রাখলেই সকাল, বিকাল বা রাতের যে কোনো অনুষ্ঠানে কামিজের সঙ্গে ভালো লাগে। হালকা ব্লো-ডাই করে নিলে একটি স্মার্ট লুক আসে। আর বাঁধতে চাইলে লুজ করে নানা ধরনের পনিটেল করতে পারেন।
সালোয়ার-কামিজের সঙ্গে এখন টোট ব্যাগগুলো খুব চলছে। এ ক্ষেত্রে শাড়ির মতো হ্যান্ড পার্স খুব একটা ভালো লাগবে না। আর সালোয়ার-কামিজের সঙ্গে জুতার জন্য আছে অনেক অপশন। নাগরা, ফ্লাট, হিল- যে কোনো কিছুই পরতে পারেন পছন্দমতো ম্যাচ করে।
আরও পড়ুন:
হেমন্তবিকালে আয়না সময়ের পিঠা উৎসব