লেপ-কম্বল ব্যবহারের আগে

আয়না সময় ডেস্ক
২৯ নভেম্বর ২০২৩, ০০:০০
শেয়ার :
লেপ-কম্বল ব্যবহারের আগে

শীত পড়ছে। এখন সময় শীতের পোশাক, লেপ-কম্বল বের করার। কেউ কেউ এরই মধ্যে বের করেও ফেলেছেন। কিন্তু অনেক দিন ধরে শীতের পোশাক, লেপ-কম্বল বাক্সবন্দি করে রাখা হয়। এতে সেগুলো গন্ধ ও স্যাঁতসেঁতে হয়ে থাকে। তাই শীতের পোশাক, লেপ-কম্বল বের করে তা ব্যবহার উপযোগী করে নেওয়া খুব দরকার। না হলে ব্যবহারকারীর কিছু সমস্যা হতে পারে, এমনকি অসুস্থও হয়ে পড়তে পারেন। চলুন জেনে নিই শীতের পোশাক ও লেপ-কম্বল ব্যবহারের আগে কী করতে হবে-

য় আমাদের দেশে শীত আসে খুব অল্প সময়ের জন্য। তাই বেশি সময় শীতের পোশাক ও অন্যান্য জিনিস তোলা থাকে। এই তুলে রাখা পোশাক, লেপ-কম্বল বের করে সরাসরি ব্যবহার করবেন না। আগে সেগুলো রোদে দিন, এর পর ব্যবহার করুন।

য় দীর্ঘদিন শীতের পোশাক তুলে রাখার ফলে সেগুলো অনেকটা ড্যাম্প হয়ে থাকে। এগুলো বের করেই ব্যবহার করলে শারীরিক সমস্যা হতে পারে। বিশেষ করে যাদের অ্যাজমা বা শ^াসকষ্ট আছে, তাদের সমস্যা হয় বেশি।

য় শীতে ধুলা-ময়লার উপদ্রব বেশি থাকে এবং পোশাক ময়লাও হয় বেশি। তাই পোশাক পরিচ্ছন্ন রাখতে সচেতন হতে হবে। কোট-ব্লেজার ব্রাশ দিয়ে ঝেড়ে পরিষ্কার করে রাখুন।

য় উলের পোশাক, শাল-চাদর যদি তুলে রাখার আগে ভালো করে ওয়াশ করে রাখেন- তা হলে সেগুলো বের করে রোদে, আলো-হাওয়ায় দিন আগে। আর যদি প্রয়োজন হয়, তা হলে ওয়াশ করে নিন। পোশাকের ক্ষেত্রে কড়া রোদে দিলে যদি রঙ জ¦লে যায়, তা হলে সেগুলো হালকা রোদ ও বাতাসে দিলেই হবে।

য় উলের পোশাক যদি বাসায় ওয়াশ করতে চান, তা হলে শ্যাম্পু বা উলেন ওয়াশার লিকুইড সোপ দিয়ে হালকা হাতে ধুয়ে নেবেন এবং বেশি করে পানিতে হালকাভাবে চুবিয়ে ধুয়ে নেবেন- যেন সাবান না থাকে।

য় লেপ-কম্বল অবশ্যই কড়া রোদে দিয়ে শুকিয়ে নেবেন। এগুলোর যদি কভার থাকে, তা হলে সেগুলো ধুয়ে রোদে শুকিয়ে নিন। কাঁথা হলে গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ধুয়ে নিন।

আরও পড়ুন:

খোঁ জ খ ব র

য় আজকাল অনেকেই কম্ফোর্টার ব্যবহার করেন। অনেকে শুধু শীতকালেই নয়, সারাবছর এসি রুমে কম্ফোর্টার ব্যবহার করেন। কম্ফোর্টার সাধারণত ড্রাইওয়াশ করাতে হয়। অনেকেই এতে কভার ব্যবহার করেন। এ কারণে সেটির রক্ষণাবেক্ষণ একটু সহজ হয়। শুধু কভারটি খুলে পরিষ্কার করে নিলেই হয়। তবে কম্ফোর্টার মাঝে মধ্যে রোদে দিতে হবে।