খোঁ জ খ ব র
শীতে ঢেউয়ের ট্রেন্ডি কালেকশন
ঋতুর পালাবদলে চলে এসেছে শীত। আর শীতে ফ্যাশন সচেতনরা যুগের সঙ্গে ট্রেন্ডি পোশাকে সাজিয়ে নেন। শীতের সময় তরুণদের নান্দনিক ফ্যাশনের শীত পোশাকের দারুণ সমাহার নিয়ে এসেছে জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ‘সারা’ লাইফস্টাইলের ওয়েস্টার্ন সাব-ব্র্যান্ড ‘ঢেউ’। শীতের পোশাকের সঙ্গে ট্রেন্ডের মিশেলে পশ্চিমা ফ্যাশনের ছোঁয়ায় নতুন ও আকর্ষণীয় পোশাকের কালেকশন রয়েছে ‘ঢেউ’য়ে। তরুণ-তরুণীদের রুচিশীলতাকে প্রাধান্য দিয়ে সম্পূর্ণ পশ্চিমা ধাঁচে প্রস্তুত করা হয়েছে ‘ঢেউ’য়ের শীতের কালেকশন। সুতি, ফ্লানেল, বন্ডেড ও ডেনিম ফ্যাব্রিকের সমন্বয়ে তৈরি ঢেউয়ের পোশাকগুলো ডিজাইনের ক্ষেত্রে বৈশ্বিক ট্রেন্ড অনুসরণ, কাস্টমাইজড ফ্যাব্রিক ও প্যাটার্নের বৈচিত্র্যসহ তৈরি করা হয়েছে। তা ঢেউয়ের শীতের সংগ্রহে এক অনন্য মাত্রা যোগ করেছে। এরই মধ্যে কিশোর-কিশোরী থেকে শুরু করে তরুণ-তরুণীদের পছন্দের তালিকায় স্থান করে নিয়েছে ঢেউয়ের শীতের কালেকশন।
ইজির শীতের শার্ট
আরও পড়ুন:
তিন স্বাদে ফুলকপি
শীতে ছেলেদের জনপ্রিয় ফ্যাশন হাউস ইজি সেজেছে শীতসম্ভারে। দেশব্যাপী ইজির সব আউটলেট সেজেছে শীতসম্ভারে। ইজির শীত পোশাকের মধ্যে আরও রয়েছে ফ্যাশনেবল জ্যাকেট, সোয়েটার, ব্লেজার, কোট, হুডি, ফুলসিøভ টি-শার্ট ইত্যাদি। আর এর বাইরে নিয়মিত সব সংগ্রহ তো থাকছেই।
সারাদেশে ছড়ানো ইজির সব আউটলেট ছাড়াও ইজির সব পোশাক পাওয়া যাচ্ছে ইজির অফিসিয়াল ফেসবুক পেজে (যঃঃঢ়ং://িি.িভধপবনড়ড়শ.পড়স/বধংুভধংযরড়হষঃফ.নফ/)।
বিজয়ের আয়োজনে কে ক্র্যাফ্ট
আরও পড়ুন:
লেপ-কম্বল ব্যবহারের আগে
বিশেষ দিন ও উৎসবগুলোকে সর্বদাই পোশাকের মাধ্যমে তুলে ধরে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করতে কে ক্র্যাফ্টের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বিজয় দিবসের মতো একান্ত নিজেদের উৎসবে কে ক্র্যাফ্ট তার দেশপ্রেমী ক্রেতা সঙ্গীদের সঙ্গেই পথ চলছে। তাই বিজয়ের এ আবেগ ছড়িয়ে দিতে প্রতি বিজয়েই থাকে কে ক্র্যাফ্টের বিশেষ আয়োজন- যা লাল-সবুজে উজ্জীবিত। বিজয় দিবসের এদিনটি কাটুক না লাল-সবুজের পোশাকে। আবহাওয়া ও পরিবেশ অনুযায়ী পোশাক ভাবনায় এই দিনে মেয়েদের প্রধান সঙ্গী হতে পারে লাল-সবুজের শাড়ি। এ ছাড়া বেছে নিতে পারেন আরামদায়ক সালোয়ার-কামিজ, কুর্তি কিংবা ভিন্ন কোনো প্যাটার্নের টপ বা টিউনিক। শীতে উষ্ণতার প্রয়োজনে অন্য কোনো রঙের পোশাকে জড়িয়ে নিতে পারেন লাল-সবুজের শাল।
প্রতিবছরের মতোই ছেলেদের পোশাকে থাকছে পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, শাল, কটি ও মাফলার। বিজয়ের ফ্যাশনে লাল অথবা সবুজ রঙের পাঞ্জাবির সঙ্গে মিলিয়ে পরতে কটি বেছে নিতে পারেন চমৎকার সব সংগ্রহ থেকে। শিশুদের জন্য রয়েছে নানা পোশাকের আয়োজন। এ ছাড়া বরাবরের মতোই থাকছে যুগল ও পরিবারের সব সদস্যের সঙ্গে মিলিয়ে পরার জন্য উপযোগী পোশাক।
কে ক্র্যাফ্টের এবারের বিজয়-২৩ আয়োজন করা হয়েছে প্রধানত রাগ, ডুডলিং, জিওমেট্রিক, জামদানি, ট্রাডিশনালসহ নানা মোটিফের অনুপ্রেরণায়। এ ছাড়া থাকছে বাংলাদেশের পতাকা ও মানচিত্র নিয়ে করা নানা পোশাক।
আরও পড়ুন:
হেমন্তবিকালে আয়না সময়ের পিঠা উৎসব