আইসিএবির পুরস্কার পেল ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস
আইসিএবির ২৪তম জাতীয় পুরস্কার ২০২৩ পেয়েছে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি। গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বিজয়ী প্রতিষ্ঠানের হাতে পুরস্কার তুলে দেন। ইউনিক হোটেলের পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, প্রধান অর্থ কর্মকর্তা জনি কুমার গুপ্ত এবং ডাইরেক্ট রেগুলেটরি অ্যাফেয়ার্স ও কোম্পানি সচিব মো. শরীফ হাসান -আমাদের সময়
ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অব বাংলাদেশের (আইসিএবি) ২৪তম জাতীয় পুরস্কার ২০২৩ পেয়েছে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি। গতকাল বুধবার রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের অর্থ, বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বিজয়ী প্রতিষ্ঠানের হাতে পুরস্কার তুলে দেন। ইউনিক হোটেলের পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, প্রধান অর্থ কর্মকর্তা জনি কুমার গুপ্ত ও ডাইরেক্ট রেগুলেটরি অ্যাফেয়ার্স ও কোম্পানি সচিব মো. শরীফ হাসান।
২০২৩ সালের বেস্ট প্রেজেন্টড অ্যানুয়াল রিপোর্টে প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন পরিপালনের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিন এবং অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান।
আরও পড়ুন:
ডেমরায় এক কক্ষে কিশোরী ও যুবকের মরদেহ
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন আইসিএবির প্রেসিডেন্ট মোহাম্মদ ফোকান উদ্দিন। ইউনিক হোটেল স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির পর থেকে শেয়ারহোল্ডারদের নিয়মিত লভ্যাংশ দিয়ে আসছে। নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক প্রদত্ত সব নিয়মকানুন ও কম্পলায়েন্স পরিপালনসহ কোম্পানিটি প্রাতিষ্ঠানিক সুশাসন মেনে পরিচালিত হয়ে আসছে, যার স্বীকৃতিস্বরূপ আইসিএবি কর্তৃক সর্বোচ্চ পুরস্কার ‘গোল্ড অ্যাওয়ার্ড’ এবং সাফা অ্যাওয়ার্ডসহ অন্য পুরস্কার পেয়ে আসছে।
আরও পড়ুন:
আফরোজা পারভীন পেলেন অনন্যা সাহিত্য পুরস্কার