লুট হয়ে গেছে মূল্যবান সামগ্রী
হামলার পর বন্ধ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক
দুর্বৃত্তের হামলায় লণ্ডভণ্ড হয়ে যাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর ৫ আগস্ট বিকাল ৪টার দিকে এই সাফারি পার্কে হামলা শুরু হয়। হামলাকারীরা লুটে নিয়ে যায় টিভি, কম্পিউটার, ল্যাপটপসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী। ভাঙচুর করে বিভিন্ন স্থাপনা, ফুডকোর্ট, রাইডস, টিকিট কাউন্টার, আফ্রিকান সাফারির গাড়ি। বিচ্ছিন্ন করে দেয় বিভিন্ন স্থাপনার বিদ্যুৎ সযোগ।
স্থানীয়রা জানান, ১০ থেকে ১২ হাজার লোক সংঘবদ্ধ হয়ে পার্কে হামলা চালায়। তারা পার্কের প্রধান গেট ভেঙে ঢুকে পড়ে। শুরু করে তাণ্ডব। এমন পরিস্থিতিতে পার্কে কর্মরতরা অসহায় হয়ে পড়েন।
গতকাল দুপুরে পার্ক পরিদর্শনে গেলে নাম প্রকাশ না করে কর্মরতরা জানান, ওইদিন পার্কে কয়েক হাজার হামলাকারী ভাঙচুর শুরু করে। আমরা অসহায় হয়ে পড়ি। হামলাকারীরা পার্কের প্রবেশমুখে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতিকৃতি, ডিসপ্লে ম্যাপ, কর্মকর্তাদের আবাসিক ভবন, অফিস ভবন, ঐরাবতী ও ময়ূরী, দুটি বিশ্রামাগার, শিশু পার্ক, অডিটরিয়াম, বিভিন্ন পাখির বেষ্টনী, ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম ও আফ্রিকান সাফারির গাড়ি ভাঙচুর করে।
কর্মরতরা আরও জানান, হামলাকারীরা পার্কে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। তারা পার্কের অফিস থেকে সিসি ক্যামেরা, সিসিটিভি, ল্যাপটপ, কম্পিউটার, চায়ের কেটলি, ক্যালকুলেটর, পেনসিলসহ সব মালামাল লুট করে নিয়ে যায়। বিচ্ছিন্ন করা হয় বিভিন্ন রাইডের বিদ্যুৎ সংযোগ। লুটে নেয় মেকাউ, টিয়া, ময়ূর ও ক্রাওন ফিজিয়ানের মতো দুর্লভ প্রজাতির পাখি। আফ্রিকান সাফারির গেট ভাঙতে চাইলেও বাঘের ভয়ে সরে আসে হামলাকারীরা।
পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক মো. রফিকুল ইসলাম জানান, দুর্বৃত্তরা পার্কে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। আমি সব বলে শেষ করতে পারব না।
ক্ষতির পরিমাণ নির্ণয় করা হয়নি। খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা পার্ক পরিদর্শন করে গেছেন। এ বিষয়ে তারা ব্যবস্থা নেবেন। তিনি আরও জানান, কোনো পশু বের হয়ে যায়নি। পাখির বেষ্টনী খোলা রাখায় কিছু পাখি উড়ে গেছে। এ অবস্থায়ও পশুপাখির নিয়মিত যত্ন নেওয়া হচ্ছে। তবে পার্কের কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে।
ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা (বন্যপ্রাণী) নিয়ামুর রহমানের বক্তব্য জানতে একাধিকবার তার ব্যক্তিগত ও সরকারি মোবাইলে ফোন করলেও তিনি রিসিভ করেননি।