প্রয়াত নাদিহা আলীর জন্মদিনে দোয়া মাহফিল
ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোহা. নূর আলীর দ্বিতীয় কন্যা প্রয়াত নাদিহা আলীর জন্মদিন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বনানী সেন্ট্রাল মসজিদের খতিব দোয়া মাহফিল পরিচালনা করেন। এ সময় নাদিহা আলীর আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে শরিক হওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বীর মুক্তিযোদ্ধা মোহা. নূর আলী বলেন, ‘আমার তিন মেয়ের মধ্যে নাদিহা মেজো। সে খুব সামাজিক ছিল। স্কুল-কলেজে পড়ার সময় বা অফিসেÑ সব জায়গায় সবার সঙ্গে ভালো ব্যবহার করত। সবাই তার প্রতি মুগ্ধ ছিল। তার মধ্যে নেতৃত্বের গুণাবলি ছিল। অনেক সামাজিক কর্মকাণ্ডে সে যুক্ত ছিল।’ দোয়া মাহফিলে মোহা. নূর আলী ছাড়াও ইউনিক গ্রুপ ও এর সব অঙ্গ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এ ছাড়াও গুলশান জগার্স সোসাইটি, নর্থ ক্লাব ও জনশক্তি রপ্তানিকারদের সংগঠন বায়রার নেতৃস্থানীয় সদস্যরা যোগ দেন। ইউনিক গ্রুপের প্রধান উপদেষ্টা ড. খোন্দকার শওকত হোসেন, গ্রুপ সিইও সৈয়দ সানোয়ারুল হক, সিইও (অর্থ) গাজী শাখাওয়াত হোসেন, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের সিইও মো. শাখাওয়াত হোসেন, কমোডর (অব.) বিপেন কুমার সাহাসহ নাদিয়া আলীর পরিবারের সদস্য, শুভাকাক্সক্ষী ও আত্মীয়স্বজন এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ দোয়া মাহফিলে অংশ নেন।
এর আগে গতকাল সকালে বনানী কবরস্থানে নাদিহা আলীর কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
আরও পড়ুন:
ডেমরায় এক কক্ষে কিশোরী ও যুবকের মরদেহ
উল্লেখ্য, গত বছরের ২ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের শিকাগো বিমানবন্দরের কাছে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় নাদিহা আলীর (৩৭)। তিনি মোহা. নূর আলী ও সেলিনা আলী দম্পতির দ্বিতীয় কন্যা। গত ১০ ডিসেম্বর দেশে আনা হয় নাদিহার মরদেহ। পরের দিন হাজারো মানুষের শ্রদ্ধা ও অশ্রুসিক্ত ভালোবাসায় রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন তিনি।
আরও পড়ুন:
আফরোজা পারভীন পেলেন অনন্যা সাহিত্য পুরস্কার