ইলশেগুঁড়ির গান

নিজস্ব প্রতিবেদক
১৬ জুলাই ২০২৪, ০০:০০
শেয়ার :
ইলশেগুঁড়ির গান

পদ্মামুখী স্রোতের টানে

জেলের মুখে জাগছে গান,

ইলশেগুঁড়ির খবর শুনে

নদীর বুকে কলতান।

ঝম ঝমা ঝম বৃষ্টিফোঁটায়

আরও পড়ুন:

রাতের পাখি

জেলেপাড়ায় ভাবুক মন,

ঝাঁকে ঝাঁকে পড়বে ধরা

জেলের মুখে আলাপন;

ইলশেগুঁড়ি, ইলশাগুঁড়ি

আরও পড়ুন:

ঘুড়ির খেলা

জেলের মুখে কত্ত গান।

মেঘবালিকার দুটি মেয়ে

টাপুর-টুপুর মাতে,

ইলশেগুঁড়ি, টাপুর-টুপুর

আরও পড়ুন:

ব্যাঙ্গারু

থাকবে জেলের সাথে;

অনুকূলে পাল তুলেছে

দিচ্ছে মাঝি জালে টান।