ব্যাঙ্গারু
অর্ধেক ক্যাঙ্গারু, অর্ধেক ব্যাঙ
ওই দেখো ব্যাঙ্গারু, নাচে ড্যাং ড্যাং।
কখনো সে পোকা খায়, কখনো বা ঘাস
ধারে কাছে কেউ এলে লাথি মারে ঠাস!
আরও পড়ুন:
রাতের পাখি
দুই ঠ্যাঙে ভর দিয়ে মারে জোরে লাফ
দৌড়ে হারানো তাকে ভেরি ভেরি টাফ।
ক্যাঙ ক্যাঙ ঘ্যাঙ ঘ্যাঙ গায় সে গজল
স্থল তার আধা প্রিয়, আধা প্রিয় জল।
আরও পড়ুন:
ঘুড়ির খেলা
পেটে তার থলে, আর ব্যাঙ্গারু ছাও
শিশুদের ডাক দেয়, দোল খেয়ে যাও!
জানো এই প্রাণীটার আবাস কোথায়?
আরও পড়ুন:
ঘাসফড়িংয়ের মামার বিয়ে
থাকে সে আজব দেশ বস্ট্রেলিয়ায়।