ঘাসফড়িংয়ের মামার বিয়ে

এনাম আনন্দ
১২ ডিসেম্বর ২০২৩, ০০:০০
শেয়ার :
ঘাসফড়িংয়ের মামার বিয়ে

খুশির খবর দিল টিয়ে

ঘাসফড়িংয়ের মামার বিয়ে

মামা এখন মহাখুশি

ইসুবগুলের খাচ্ছে ভুসি!

কনের বাড়ি অচিনপুর

বিয়ে হবে বহুদূর।

আরও পড়ুন:

রাতের পাখি

বিয়ে বাড়ির ব্যস্ত সময়

রাত্রি জেগে দিনে ঘুমায়!

ময়না পাখি বায়না ধরে

দিতে হবে গয়না গড়ে।

আরও পড়ুন:

ঘুড়ির খেলা

হুলোবিড়াল রাগে মরে

ময়না কেন বায়না ধরে!

শিয়াল পণ্ডিত বুদ্ধি দিল

ইমিটেশন গয়না নিল।

আরও পড়ুন:

ব্যাঙ্গারু

চলে না আর ধানাইপানাই

বেজে ওঠে বিয়ের সানাই।