ঘুড়ির খেলা

বিমল গুহ
১২ ডিসেম্বর ২০২৩, ০০:০০
শেয়ার :
ঘুড়ির খেলা

দেখি- উড়ছে আকাশে ঘুড়ির পাল

সাদা কালো নীল সবুজ লাল

কে-আগে কে-পিছে কে ছুটে যায়

সুতোর লাটাই কারা নাচায়?

ঘুড়ির খেলার আজব চাল

বুঝে না-বুঝেও ধরেছে হাল,

আরও পড়ুন:

রাতের পাখি

কেউ ছাড়ে কেউ টানে লাটাই

কোন ঘুড়ি কার খবর নাই!

সাদা লাল নীল কত বাহারে-

উড়ছে আকাশে ঘুড়ি আহা রে,

যারা খেলে তারা কী মজা পায়!

আরও পড়ুন:

ব্যাঙ্গারু

কেউ কেউ লেজ তুলে পালায়।

মধ্যদুপুরে কী খেলাটাই

জমেছে- ঘুড়ির সুতো-লাটাই

কার হাতে কোন খেলার চাল

সাদা কালো নীল সবুজ লাল!

সুতো ছিঁড়ে লাল ঘুড়ি পালায়

কেউ ছোটে কেউ হোঁচট খায়

কারও ভাঙে কারও গড়ে কপাল

দুনিয়াজুড়েই ঘুড়ির চাল।