বন্যাকবলিত ৫০০ পরিবারকে খাবার দিল পূবালী ব্যাংক

সুনামগঞ্জ প্রতিনিধি
১৪ জুলাই ২০২৪, ০০:০০
শেয়ার :
বন্যাকবলিত ৫০০ পরিবারকে খাবার দিল পূবালী ব্যাংক

সুনামগঞ্জের দেখার হাওর পাড়ের বন্যাকবলিতদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে পূবালী ব্যাংক পিএলসি। গতকাল দুপুরে হাওর পাড়ে অবস্থিত সদর উপজেলার ইসলামপুর ও গোয়ার ছড়া গ্রামের ৫০০ পরিবারের মধ্যে চাল, ডাল, লবণ, ভোজ্যতেল, পিঁয়াজ, আলু বিতরণ করা হয়।

ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেন পূবালী ব্যাংকর সিলেট পূর্বাঞ্চল ও প্রিন্সিপাল অফিসের প্রধান চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান। তিনি বলেন, ‘পূবালী ব্যাংক শুধু গ্রাহকদের ব্যাংকিং সেবাই প্রদান করে না, সামাজিক দায়বদ্ধতা থেকে যখনই কোনো জাতীয় দুর্যোগ দেখা দেয়, তখনই দুর্গত মানুষের পাশে দাঁড়ায়, সহানুভূতি প্রকাশ করে ও দুর্গতদের দিকে হাত বাড়িয়ে দেয়।’

পূবালী ব্যাংক সুনামগঞ্জ শাখার অপারেশন ম্যানেজার অতুল মৈত্রের সঞ্চালনায় বন্যার্তদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের শিক্ষক ড. মিজানুর রহমান, বুয়েটের শিক্ষক সৈয়দ জামাল হোসেন, পূবালী ব্যাংকের সিলেট পশ্চিমাঞ্চলের প্রধান মোহাম্মদ মোশাহিদ উল্লাহ, পূবালী ব্যাংক সুনামগঞ্জ শাখার প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মাহমুদুন নবী।