ছেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান,বাবা ইউপিতে

ছাতক উপজেলা পরিষদ নির্বাচন

সুনামগঞ্জ প্রতিনিধি
৩১ মে ২০২৪, ০০:০০
শেয়ার :
ছেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান,বাবা ইউপিতে

সুনামগঞ্জের ছাতক উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম কিরণ। তিনি (কাপ-পিরিচ প্রতীকে) ৪১ হাজার ১৪৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী তারই চাচা আওলাদ আলী রেজা (আনারস প্রতীকে) পেয়েছেন ৩৫ হাজার ৯৬১ ভোট। কিরণের বাবা সুন্দর আলী ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচিত বর্তমান চেয়ারম্যান। এখন বাবা-ছেলে একই উপজেলা পরিষদের সদস্য। চাচার সঙ্গে ভোটযুদ্ধে লড়ে জেলাজুড়ে আলোচনায় ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম কিরণ। গত বুধবার রাতে নির্বাচনের ফল ঘোষণার পর জেলায় ইতিহাস সৃষ্টি করলেন তরুণ নবনির্বাচিত এ জনপ্রতিনিধি। চাচাকে বিপুল ভোটে হারিয়ে বাবার পথে হাঁটলেন তিনি।

স্থানীয়রা বলেন, বাবা-ছেলে দুজনই নির্বাচিত চেয়ারম্যান। বিষয়টি যেমন তাদের পরিবারের সম্মানের, তেমনি গর্বের।

ছাতক উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম কিরণ বলেন, আমি উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞ, এই ঋণ শোধ করতে পারব না। বাবার ন্যায় আমাকে তারা বিপুল ভোটে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেছেন। একই পরিষদে বাবা ও ছেলে নির্বাচিত চেয়ারম্যান, দেশের কোনো উপজেলায় এমন আছে কিনা আমার জানা নেই।

ছাতক ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মঈন উদ্দিন বাহার বলেন, আমার প্রত্যাশা- তরুণ জনপ্রতিনিধি হিসেবে স্মার্ট বাংলাদেশ গঠনে ছাতক উপজেলাবাসীর কাক্সিক্ষত উন্নয়নে আত্মনিয়োগ করবে।