রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে সংবর্ধনা

সুনামগঞ্জ

সুনামগঞ্জ প্রতিনিধি
২৬ মে ২০২৪, ০০:০০
শেয়ার :
রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে সংবর্ধনা

স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশিষ্ট চিকিৎসক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরীকে সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত শুক্রবার রাতে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে তাকে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে অধ্যাপক মো. উবায়দুল কবীর চৌধুরী বলেন, পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে এমনভাবে অবহেলিত করে রেখেছিল ১৯৭০ সালে ভোলায় ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের তিন দিন পর আমরা সেখানে পৌঁছাই। বিসিবির সংবাদের মাধ্যমে জানতে পারে আমরা সেখানে যাই। কিন্তু রেড ক্রিসেন্ট এখন আগে থেকেই দুর্যোগের সংবাদ ঘরে ঘরে পৌঁছে দেয়।

রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুটের সভাপতিত্বে ও রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি অ্যাড. মতিউর রহমান পীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান চৌধুরী হেলাল প্রমুখ।