নিঃশব্দ আততায়ী কালো ধোঁয়া
সুস্থভাবে বেঁচে থাকার জন্য দূষণমুক্ত পরিবেশ একান্ত প্রয়োজন। অথচ আমাদের চারপাশে খুব সহজেই যেভাবে পরিবেশ দূষিত হচ্ছে, তা সত্যিই বিপজ্জনক। পরিবেশ দূষণের অসংখ্য চিত্র আমাদের সামনে প্রতিফলিত হলেও বাস্তবে তা প্রতিরোধ হচ্ছে না। যানবাহন ও শিল্প-কারখানা থেকে নির্গত বিষাক্ত কালো ধোঁয়া পরিবেশ দূষণের একটি অন্যতম প্রধান কারণÑ এ কথা আর বলার অপেক্ষা রাখে না। রাস্তায় বের হলেই দেখা যায়, অনেক গাড়ি কালো ধোঁয়া ছাড়তে ছাড়তে বীরদর্পে ছুটে চলছে। এসব কালো ধোঁয়া সহজেই আমাদের নাক-মুখ দিয়ে প্রবেশ করছে। বেশ কয়েকটি সমীক্ষা ও বিশেষজ্ঞদের মতামত থেকে জানা যায়, কালো ধোঁয়ার কারণে শ^াসকষ্ট বা হাঁপানি, চক্ষুরোগ, ফুসফুসের ক্যানসার, স্নায়ুতন্ত্রের দুর্বলতা, মানসিক ও শারীরিক ক্লান্তি, রক্তের হিমোগ্লোবিনে অক্সিজেন ধারণক্ষমতা হ্রাস, রক্তশূন্যতা, যক্ষ্মা ইত্যাদি রোগের প্রকোপ ঘটে। এ ছাড়া কালো ধোঁয়ার ফলে শিশুদের দৈহিক ও মানসিক বৃদ্ধি রোধ, পেটের পীড়া এবং কিডনিও ক্ষতিগ্রস্ত হতে পারে। একটি পরিসংখ্যানে দেখা গেছে, গ্রামের চেয়ে শহরের লোকজনই ফুসফুসজনিত ক্যানসারে বেশি আক্রান্ত হয় এবং মানসিক ও শারীরিক দুর্বলতাও তাদের মধ্যে সবচেয়ে বেশি। আর এর প্রধান কারণই হলো অতিরিক্ত ত্রুটিপূর্ণ যানবাহনের অবাধ চলাফেরা। এসব যানবাহন যেন হর্ন বাজিয়ে আমাদের সামনে দিয়ে রোগের সিগন্যাল দিয়ে যাচ্ছে অবিরত। চিকিৎসকদের মতে, কালো ধোঁয়া শুধু রোগই ছড়ায় না, মানুষের মৃত্যুও ঘটাতে পারে।
অত্যন্ত পুরনো যানবাহন এবং ত্রুটিপূর্ণ ইঞ্জিনের যানবাহন থেকেই কালো ধোঁয়া আনুপাতিক হারে বেশি ছড়ায়। এই কালো ধোঁয়ার সঙ্গে যে রাসায়নিকদ্রব্য ও গ্যাস নির্গত হয়, তা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। যানবাহন ও শিল্প-কারখানার কালো ধোঁয়ায় কার্বন মনো-অক্সাইড, সালফার ডাই-অক্সাইড, নাইট্রোজেন ডাই-অক্সাইড, হাইড্রোকার্বন, সিসা, নিকেল প্রভৃতি ক্ষতিকর উপাদান মিশ্রিত থাকে।
বিশেষজ্ঞদের মতে, কোনো বড় শহরে শুধু মোটর গাড়ির কারণেই ঘণ্টায় প্রায় ১২ লিটার তেল পুড়তে পারে এবং এজন্য যে পরিমাণ অক্সিজেনের দরকার হয়, তার মধ্যে অন্তত ১০ হাজার লিটার অক্সিজেন আসে বাতাস থেকে। তাই সহজেই বোঝা যাচ্ছে, বায়ুদূষণের জন্য এর প্রভাব কত বেশি এবং ভয়ঙ্কর। অপরদিকে অপরিকল্পিত ও অবৈজ্ঞানিক পন্থায় গ্রামে-গঞ্জে-শহরে বিভিন্ন আনাচে-কানাচে শিল্প-কারখানা গড়ে ওঠার কারণে বায়ু ক্রমেই দূষিত হয়ে পড়ছে এবং পাশাপাশি দূষিত হচ্ছে পরিবেশ। পরিবেশবিদদের মতে, শিল্প-কারখানা থেকে যে কালো ধোঁয়া বের হয়, তা যানবাহনের কালো ধোঁয়ার মতোই ক্ষতিকর। ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে যানবাহন থেকে নির্গত কালো ধোঁয়া ও বিষাক্ত গ্যাস এবং আগাছার মতো যত্রতত্র অপিকল্পিতভাবে গড়ে ওঠা শিল্প-কারখানা থেকে নির্গত বিষাক্ত কালো ধোঁয়া প্রতিরোধে আমাদের অবশ্যই সচেতন হতে হবে।
আরও পড়ুন:
গ্রামীণ খেলা হারিয়ে যাচ্ছে কেন
প্রদীপ সাহা : কলাম লেখক, ঢাকা
আরও পড়ুন:
বাজার নিয়ন্ত্রণ সরকারের বড় চ্যালেঞ্জ