জালভোট দেওয়া শিল্পমন্ত্রীর পুত্রকে গ্রেপ্তারের নির্দেশ

নরসিংদী-৪

নরসিংদী প্রতিনিধি
০৮ জানুয়ারী ২০২৪, ০০:০০
শেয়ার :
জালভোট দেওয়া শিল্পমন্ত্রীর পুত্রকে গ্রেপ্তারের নির্দেশ

নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনের একটি কেন্দ্রে ব্যালট বই ছিনিয়ে নিয়ে নৌকা প্রতীকে জালভোট দেওয়ার অভিযোগে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদীকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল।

এর আগে গতকাল সকাল সাড়ে আটটার দিকে সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে জালভোটের অভিযোগে কেন্দ্রটির ভোটগ্রহণ বাতিল করেন নরসিংদীর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. বদিউল আলম।

সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা বলেন, সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার পরপরই একদল কর্মী নিয়ে কেন্দ্রটিতে বেআইনিভাবে প্রবেশ করেন মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী। তারা নির্বাচন কর্মকর্তাদের কাছ থেকে ১২টি ব্যালট বই ছিনিয়ে নেন এবং জোর করে নৌকা মার্কায় সিল মারেন। এ নিয়ে স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা কেন্দ্রে হট্টগোল সৃষ্টি করলে ঘটনাটি রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়। এর পরপরই রিটার্নিং কর্মকর্তা বদিউল আলম ওই কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল করে দেন।

এ ব্যাপারে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার হাছিবা খান জানান, মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদীকে গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রিসাইডিং অফিসারকে মারধর করে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা ও বিশৃঙ্খলার কারণে দুপুর পৌনে দুইটায় এ কেন্দ্রটির ভোট বাতিল করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. বদিউল আলম।

এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা ড. বদিউল আলম বলেন, সুষ্ঠু নির্বাচন করতে আমরা বদ্ধপরিকর। বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। বেলাবর ঘটনায় যে জড়িত তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে অভিযুক্ত মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদীর ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ধরেননি। মুঠোফোনে খুদে বার্তা পাঠালেও সাড়া দেননি। নৌকা প্রতীকের প্রার্থী শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনও কল ধরেননি।