আকতার পারভেজ সর্বোচ্চ ভোটে সিএসই পরিচালক

চট্টগ্রাম ব্যুরো
২৫ নভেম্বর ২০২৩, ০০:০০
শেয়ার :
আকতার পারভেজ সর্বোচ্চ ভোটে সিএসই পরিচালক

সর্বোচ্চ ভোট পেয়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পরিচালক নির্বাচিত হয়েছেন পিএইচপি ফ্যামিলির পরিচালক ও পিএইচপি স্টক অ্যান্ড সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আকতার পারভেজ। দুটি পরিচালক পদে গত বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সর্বোচ্চ ৮৩ ভোট পেয়ে আকতার পারভেজ ও দ্বিতীয় সর্বোচ্চ ৫০ ভোট পেয়ে মেজর (অব) এমদাদুল ইসলাম পরিচালক নির্বাচিত হন। দুটি পদের বিপরীতে মোট ছয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

বৃহস্পতিবার সিএসইর হল রুমে সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৩টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে বিকাল চারটায় ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান একেএম মোহসেনউদ্দিন আহমেদ চৌধুরী। বাকি ৪ প্রার্থীর মধ্যে মো. সিদ্দিকুর রহমান ৪৬, মোহাম্মদ মহিউদ্দিন (এফসিএমএ) ১৭, মো. ওসমান গনি ১৩ এবং নুর মোহাম্মদ পেয়েছেন ১১ ভোট।

পিএইচপি অটো মোবাইলসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আকতার পারভেজ ১৯৮৩ সালে চট্টগ্রামে এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি দেশের স্বনামধন্য শিল্পগোষ্ঠী পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান ও সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত সূফী মোহাম্মদ মিজানুর রহমানের কনিষ্ঠ সন্তান।

সানশাইন গ্রামার স্কুল থেকে মাধ্যমিক পাসের পর অস্ট্রেলিয়ার ক্যানবেয়া বিশ^বিদ্যালয় থেকে অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং বিষয়ে ডিপ্লোমা করেন। একই বিশ^বিদ্যালয় থেকে ২০০৪ সালে কমিউনিকেশনে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন আকতার পারভেজ। এরপর দেশে ফিরেই যোগ দেন পারিবারিক ব্যবসায়।

পিএইচপি মোটর্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আকতার পারভেজ শতবর্ষী ব্যবসায়ী সংগঠন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, চট্টগ্রামে মালয়েশিয়ার অনারারি কনসাল এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ক্রিকেট কমিটির চেয়ারম্যান।

পিএইচপি কন্টিনিউয়াস গ্যালভানাইজিং মিলস লিমিটেড, পিএইচপি শিপব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পিএইচপি ইস্পাত লিমিটেড, পিএইচপি ইন্ট্রিগ্রেটেড স্টিল লিমিটেড, পিএইচপি পেট্রো রিফাইনারি লিমিটেড, পিএইচপি ফিশারিজ লিমিটেড, পিএইচপি স্পিনিং মিলস লিমিটেড, পিএইচপি স্টিল ওয়ার্কস লিমিটেড, পিএইচপি এগ্রো প্রোডাক্টস লিমিডেট, পিএইচপি টেক্সটাইল লিমিটেড, দিনা অ্যান্ড কোল্ড স্টোরেজ লিমিটেড, বে-টার্মিনাল অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, পিএইচপি ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেনকোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) পরিচালক।

নির্বাচন অনুষ্ঠানের পর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) ২৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহীম। সভায় সিএসইর পরিচালক আব্দুল হালিম চৌধুরী, মনজুরুল আহসান বুলবুল, ইশতার মহল, মোহাম্মাদ নকিব উদ্দিন খান, ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. গোলাম ফারুক এবং কোম্পানি সেক্রেটারি রাজীব সাহা উপস্থিত ছিলেন। বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা ২০২২-২০২৩ সালের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের অনুমোদন দেন।

সিএসইর দুটি শেয়ারহোল্ডার ডিরেক্টর পদের জন্য আয়োজিত নির্বাচনে শেয়ারহোল্ডাররা ভোট প্রদান করেন। নির্বাচন কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মোহসেনউদ্দিন আহমেদ চৌধুরী নির্বাচন পরিচালনা করেন।সরছে পৃথিবীর