‘মিনি ঢাকা’য় সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৫০০

মালয়েশিয়া প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২৩, ১৯:৪৫
শেয়ার :
‘মিনি ঢাকা’য় সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৫০০
ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ‘মিনি ঢাকা’ খ্যাত এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ।

আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক বেশিরভাগ অবৈধ প্রবাসী বাংলাদেশ, নেপাল ও মিয়ানমারের নাগরিক।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টারের প্রতিবেদনে বলা হয়, দেশটির অবৈধ প্রবাসীদের আটকে এই সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে প্রায় এক হাজার পুলিশ সদস্য অংশ নেন। তারা সবাই জেনারেল মুভমেন্ট ফোর্সের (পিজিএ) সদস্য। অভিযানের সময় পুলিশ বিভিন্ন বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ও অবৈধ প্রবাসীদের আটক করে।

পিজিএ জানায়, একটি বাড়িতে অভিযান চালিয়ে দেখা গেছে, সেখানে অবৈধ প্রবাসীরা ট্রাভেল এজেন্সি খুলেছেন। কেউ কেউ সেখানে বেসরকারি ক্লিনিকের ব্যবসাও করছেন। এসব ক্লিনিকে বাংলাদেশ থেকে আনা অনেক ওষুধ জব্দ করা হয়েছে, যাতে অনুমোদন নেই দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের। তবে অভিযানের সময় ওই ব্যবসাপ্রতিষ্ঠানের কাউকে খুঁজে পাওয়া যায়নি।

আটক অবৈধ প্রবাসীদের কুয়ালালামপুরের পুলিশ ট্রেনিং সেন্টারে (পুলাপোল) নিয়ে যাওয়া হয়েছে বলেও জানায় আইনশৃঙ্খলা বাহিনী।