মুমিনুলের ফিফটিতে লিড ৪৫০ পেরিয়েছে বাংলাদেশ
ঢাকা টেস্টের প্রথম ইনিংসে মুশফিকুর রহিম ও লিটন দাস সেঞ্চুরি তুলে নেন। জোড়া সেঞ্চুরিতে ৪৭৬ রানে থামে বাংলাদেশ। জবাবে প্রথম ইনিংসে ২৬৫ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। প্রথম ইনিংস থেকে ২১১ রানের লিড নেয় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে টপ অর্ডারের তিন ব্যাটারের ফিফটিতে ৪৫০ ছাড়ালো বাংলাদেশের লিড।
বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৫৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৪০ রান করেছে। মুমিনুল হক ৫৭ রানে খেলছেন। তার সঙ্গী মুশফিকুর রহিম ৩১ রান করেছেন।
এর আগে ওপেনার সাদমান ৭৮ রান করে আউট হয়েছেন। অন্য ওপেনার মাহমুদুল জয় ৬০ রান করে ফিরে যান। বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ৪৫১ রান।
ফলোঅন করায়নি বাংলাদেশ: প্রথম ইনিংসে আয়ারল্যান্ড ফলোঅন থেকে এড়ানো ১১ রানে পিছিয়ে ছিল। বাংলাদেশ দল চাইলে দ্বিতীয় ইনিংসে তাদের ব্যাটিংয়ে পাঠাতে পারত। কিন্তু নাজমুল শান্তরা মিরপুরের উইকেটে চতুর্থ ইনিংসে ব্যাটিংয়ের চেয়ে আইরিশদের ফলোঅন না করানোর সিদ্ধান্ত নিয়েছে।
টাকার-নেইলের লড়াই: বাংলাদেশের বড় রানের চাপায় পড়ে দ্বিতীয় দিন আয়ারল্যান্ড ৯৮ রানে ৫ উইকেট হারিয়ে শেষ করে। সেখান থেকে লরকান টাকার, স্টিফেন দোহানি ও জর্ডান নেইল প্রতিরোধ গড়ে তোলেন। টাকার ৭৫ রান করে অপরাজিত ছিলেন। ৪৬ রানের ইনিংস খেলে দোহানি ৮১ রানের জুটি দেন। পরে জর্ডান নেইল ৪৯ রান করে ফিরে যান। টাকারের সঙ্গে তার জুটি দাঁড়ায় ৭৪ রান।
এর আগে ওপেনিংয়ে ৪১ রানের জুটি পায় সফরকারীরা। পল র্স্টালিং ২৬ রান করেন। অন্য ওপেনার আন্দ্রে বালবির্নি ২১ রান করে ফিরে যান। কেদে কারমাইকেল ১৭ রান যোগ করেন। হ্যারি টেক্টর ১৪ ও কার্টুস ক্যাম্পার শূন্য করেন।
তাইজুলের ঘূর্ণি: ঢাকা টেস্টে আয়ারল্যান্ডের প্রথম ইনিংস থেকে বাঁ-হাতি স্পিনার তাইজুল ৪ উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট নেন পেসার খালেদ মাহমুদ ও হাসান মুরাদ। পেসার এবাদত ও স্পিনার মিরাজের দখলে গেছে একটি করে উইকেট।
মুশফিক-লিটনের সেঞ্চুরি: মুশফিকুর রহিমের ১৩তম সেঞ্চুরির ইনিংস ১০৬ রানে থামে। তিনি ২১৩ বল খেলে পাঁচটি চারের শট ইনিংস সাজান। লিটন দাস ১৯২ বলে ১২৮ রান করে আউট হন। তিনি আটটি চার ও চারটি ছক্কা দ্রুত দলের রান বাড়িয়ে নেন। টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরিতে দেশের পঞ্চম ব্যাটার হিসেবে তিন হাজার রান ছাড়িয়েছেন তিনি। ফিফটির আশা দেওয়া মেহেদী মিরাজ ৪৭ রানে আউট হন।
মুমিনুল-লিটনের সঙ্গে মুশফিকের জুটি: ঢাকা টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৫২ রানের ওপেনিং জুটি পায় বাংলাদেশ। দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় যথাক্রমে ৩৫ ও ৩৪ রান করে সাজঘরে ফিরে যান। চতুর্থ উইকেটে মুমিনুল হক ও মুশফিকুর রহিম ১০৭ রানের জুটি গড়েন। মুমিনুল ৬৩ রান যোগ করে আউট হয়ে যান। পরে লিটন দাসের সঙ্গে মুশফিকের ৯০ রানের জুটিতে ব্যাটিংয়ে কর্তৃত্ব হাতে রাখে স্বাগতিকরা।
অ্যান্ডি ম্যাকব্রিনির ঘূর্ণি: প্রথম দিন আয়ারল্যান্ড হাতের হাতে থাকা সকল বোলিং অস্ত্রই ব্যবহার করেছে। ছয় বোলার দিয়ে ৯০ ওভার বোলিং করালেও প্রথম চার ব্রেক থ্রুই দেন দলটির স্পিনার অ্যান্ডি ম্যাকব্রিনি। ইনিংসের শেষ দুই উইকেটও নেন তিনি। দ্বিতীয় দিন ম্যাথু হামফ্রিজ ও গাভিন হোয়ে দুটি করে উইকেট নেন।
আমাদের সময়/এএস