আয়ারল্যান্ড অলআউট ২৬৫ রানে /

ফলোঅন করালো না বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২১ নভেম্বর ২০২৫, ১৪:৪৫
শেয়ার :
ফলোঅন করালো না বাংলাদেশ

মিরপুর টেস্টে প্রথম ইনিংসে ২৬৫ রান করে অলআউট হয়েছে আয়ারল্যান্ড। ফলোঅন এড়াতে তাদের বাকি ছিল ১১ রান। তবে ফলোঅন না করিয়ে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। 

দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে ভালো শুরু করেছে টাইগাররা। ৭ ওভারে দুই ওপেনার মাহমুদুল হাসান ও সাদমান ইসলাম তুলেছেন ৪১ রান। মাহমুদুল অপরাজিত ২৩ রানে, সাদমান ১৮ রানে থেকে চা বিরতিতে গেছেন। বাংলাদেশের লিড এখন ২৫২ রানের।

৫ উইকেট হারিয়ে ৯৮ রানে আগের দিন শেষ করেছিল আয়ারল্যান্ড। তবে আজ লরকান টাকার আর স্টিফেন ডোহেনি মিলে এরপর ষষ্ঠ উইকেট জুটিতে যোগ করে ৮১ রান। তার মাঝপথে ভূমিকম্পের প্রভাব পড়েছিল মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। খেলা বন্ধ ছিল ৩ মিনিট।

ভূমিকম্পের কারণে এই বিরতির পরই বাংলাদেশ ম্যাচে ফেরে। তাইজুল ইসলাম এক ওভারেই নেন ২ উইকেট। এরপর টাকার লড়েছেন একাই। তবে ওপাশ থেকে সঙ্গও পেয়েছেন ভালোভাবেই। ডোহেনির ৪৬ এর পর জর্ডান নেইল করেন ৪৯ রান। অষ্টম উইকেটে এই নেইলের সঙ্গে ৭৪ রানের জুটি গড়েন টাকার। তিনি শেষমেশ অপরাজিত থাকেন ৭৫ রানে।

এই লড়াইয়ের পরও শেষ পর্যন্ত ফলোঅন এড়ানো হয়নি আইরিশদের। ২৬৫ রানে অলআউট হয়। ২১১ রানের লিড পায় বাংলাদেশ। তাইজুল নেন ৪ উইকেট, খালেদ আহমেদ আর হাসান মুরাদ নেন ২টি করে উইকেট।

আমাদের সময়/এআই