তাইজুলের জোড়া আঘাত, ৭ উইকেটে ২১১ রান নিয়ে লাঞ্চে আয়ারল্যান্ড
৫ উইকেটে ৯৮ রান নিয়ে দিন শুরু করা আয়ারল্যান্ড প্রথম সেশন শেষ করেছে ৭ উইকেটে ২১১ রান নিয়ে। এই সেশনে আয়ারল্যান্ড তুলেছে ১১১ রান, উইকেট হারিয়েছে দুটি। আউট হয়েছেন স্টিফেন ডোয়েনি ও ম্যাকব্রাইন। দুজনকেই ফিরিয়েছেন তাইজুল।
৫৬ রানে অপরাজিত থেকে লাঞ্চে যান টাকার, ২৪ রানে অপরাজিত ছিলেন নিল।
এদিকে ভূমিকম্পের কারণে খেলা প্রায় তিন মিনিট বন্ধ ছিল। খেলা এরপর পুনরায় শুরুর পর তিন বলের মধ্যে দুই উইকেট নেন স্পিনার তাইজুল ইসলাম। ৫৯তম ওভারে প্রথম তিন বলের মধ্যে তিনি ফেরান স্টিফেন ডোয়েনি ও ম্যাকব্রাইনকে। প্রথম বলে দুর্দান্তভাবে বোল্ড করেন ডোয়েনিকে (৪৬)। তৃতীয় বলেও বোল্ড হন ম্যাকব্রাইন।
আমাদের সময়/এআই