তীব্র ভূমিকম্পে শেরে বাংলা স্টেডিয়ামে যা ঘটল

স্পোর্টস ডেস্ক
২১ নভেম্বর ২০২৫, ১২:০৯
শেয়ার :
তীব্র ভূমিকম্পে শেরে বাংলা স্টেডিয়ামে যা ঘটল

জোরালো ভূমিকম্পে কেঁপে উঠেছে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা। এতে অল্প সময়ের জন্য হলেও থমকে গিয়েছিল গোটা দেশ। এর কবলে পড়েছিল বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্টও। এদিন ভূমিকম্পের কারণে বেশ কিছুক্ষণ বন্ধ ছিল খেলা।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। মিরপুর টেস্টের তৃতীয় দিনে তখন আয়ারল্যান্ড ইনিংসের ৫৬তম ওভার চলছে। মেহেদী হাসান মিরাজের সেই ওভারের দ্বিতীয় বলের পরই এই ভূমিকম্প অনুভূত হয় মাঠে। 

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। ঢাকা থেকে এর দূরত্ব মাত্র ১৩ কিলোমিটার।

ভূমিকম্পের পরপর সর্বত্রই আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ভূমিকম্পের সংকেত পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে খেলা বন্ধ করেন আম্পায়াররা। গ্যালারি থেকে হুড়মুড়িয়ে নেমে যাওয়ার ঘটনাও ঘটেছে।

তবে বাংলাদেশ দলের ১১ ফিল্ডার, দুই আইরিশ ব্যাটার ও দুই আম্পায়ার মাঠেই ছিলেন। এমন ভূমিকম্পে যে খোলা মাঠই তুলনামূলক নিরাপদ। তাই ক্রিকেটাররা ড্রেসিংরুমে না গিয়ে মাঠেই অবস্থান করেছেন।

এভাবেই কেটে যায় কয়েক মিনিট। ৩ মিনিট বন্ধ ছিল বাংলাদেশ আর আয়ারল্যান্ডের টেস্ট ম্যাচ। পরে ১০টা ৪১ মিনিটে আবার খেলা শুরু হয়।

আমাদের সময়/এএস