ভারতকে হারিয়ে বাংলাদেশের উন্নতি

স্পোর্টস ডেস্ক
২০ নভেম্বর ২০২৫, ১৪:৩৮
শেয়ার :
ভারতকে হারিয়ে বাংলাদেশের উন্নতি

আন্তর্জাতিক বিরতির শেষ দিনেই চলতি বছরের চূড়ান্ত র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা। সদ্যশেষ হওয়া দুটি ম্যাচের পারফরম্যান্সে র‍্যাঙ্কিংয়ে ইতিবাচক পরিবর্তন এসেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে। নেপালের বিপক্ষে ২-২ ড্র এবং ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে ১-০ গোলের দারুণ জয়ের ফলে তিন ধাপ এগিয়ে এখন ১৮০তম স্থানে লাল-সবুজরা। বিপরীতে বাংলাদেশে হেরে ছয় ধাপ পিছিয়ে ১৪২ নম্বরে নেমে গেছে ভারত।

পুরুষ ফুটবলে শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। যদিও এই উইন্ডোতে একটি জয় ও একটি ড্র নিয়ে তাদের পয়েন্ট কিছুটা কমেছে, তবু বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেই বছর শেষ করেছে দলটি। দ্বিতীয় স্থানে আগের মতোই আছে আর্জেন্টিনা, যারা এ মাসে অ্যাঙ্গোলাকে ২-০ গোলে হারিয়েছে একটি প্রীতি ম্যাচে।

তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে ফ্রান্স ও ইংল্যান্ড। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে শতভাগ সাফল্য পাওয়া দল দুটি র‍্যাঙ্কিংয়েও স্থিতিশীল রয়েছে। ব্রাজিল এই উইন্ডোতে সেনেগালকে হারিয়ে ও তিউনিসিয়ার সঙ্গে ড্র করে দুই ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠেছে।

ষষ্ঠ ও সপ্তম স্থানে নেমে গেছে পর্তুগাল ও নেদারল্যান্ডস। অষ্টম স্থানে আছে বেলজিয়াম, আর এক ধাপ করে এগিয়ে নবম ও দশম স্থানে জার্মানি ও ক্রোয়েশিয়া স্থান করে নিয়েছে।

বড় ধাক্কা খেয়েছে ইতালি। তিন ধাপ পিছিয়ে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা নেমে গেছে ১২ নম্বরে। আগের দুই বিশ্বকাপের মতো এবারও মূল পর্বে উঠতে প্লে-অফের লড়াইয়ে নামতে হবে তাদের।

সব মিলিয়ে বছর শেষের র‍্যাঙ্কিংয়ে বড় অর্জন বাংলাদেশ ফুটবল দলের; আন্তর্জাতিক অঙ্গনে এগিয়ে যাওয়ার নতুন প্রেরণা হয়ে থাকছে এই উন্নতি।