হতাশ ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
১৯ নভেম্বর ২০২৫, ১৩:১৬
শেয়ার :
হতাশ ব্রাজিল

তিউনিসিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে হতাশ হলো ব্রাজিল। কার্লো আনচেলত্তির শিষ্যরা ১-১ গোলে ড্র করেছে।

বুধবার লিলে অনুষ্ঠিত এই ম্যাচে ১৮ বছর বয়সী দুর্দান্ত ফর্মে থাকা এস্তেভাও পেনাল্টি থেকে গোল করলেও, লুকাস পাকেতা ম্যাচ জেতানোর সুবর্ণ সুযোগ নষ্ট করেন আরেকটি পেনাল্টি মিস করে। ২০২৬ বিশ্বকাপের আগে ব্রাজিলের ধারাবাহিক খারাপ প্রস্তুতি তাই আরও লম্বা হলো।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে মাত্র পঞ্চম স্থানে থেকে টুর্নামেন্টে ওঠা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা গত মাসেও জাপানের কাছে ৩-২ গোলে হেরে সমালোচনায় পড়ে।

তবুও আনচেলত্তি আত্মবিশ্বাসী, ‘বিশ্বকাপে সেরা ফর্মে পৌঁছানোর সঠিক পথেই আমরা রয়েছি।’

তিনি আরও বলেন, ‘সেনেগালের বিপক্ষে আমরা দুর্দান্ত খেলেছিলাম, আর আজ তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচটি অনেক কঠিন ছিল। ডিফেন্সিভ খেলায় তাদের বিপক্ষে জায়গা তৈরি করা কঠিন।’

ম্যাচে ব্রাজিলের শুরু থেকেই ছিল আক্রমণাত্মক লাইনআপ-মাতেউস কুনহা, ভিনিসিউস জুনিয়র, রোদ্রিগো গোজ ও এস্তেভাওকে একসঙ্গে খেলান কোচ। তবুও ম্যাচের মাঝামাঝি সময়ে তিউনিসিয়া এগিয়ে যায়। আলি আবদির দুর্দান্ত পাস থেকে হেজেম মাস্তুরি ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে দেন ব্রাজিল গোলরক্ষক বেন্টোকে পরাস্ত করে।

অবশ্য বিরতির ঠিক আগে ভিএআরের মাধ্যমে পেনাল্টি পায় ব্রাজিল, যা থেকে এস্তেভাও তার পঞ্চম আন্তর্জাতিক গোলটি করেন।

শেষ দিকে আরেকটি পেনাল্টি পেলেও বদলি হিসেবে নামা পাকেতা সেটি ক্রসবারের ওপর দিয়ে মারেন। ৮৯তম মিনিটে এস্তেভাওকে ফাউল করা হয়েছে দাবি করলেও তৃতীয় পেনাল্টির আবেদন খারিজ করে দেন রেফারি, ভিএআরও সিদ্ধান্ত পরিবর্তন করেনি।