মোরসালিনের গোলে এগিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ

স্পের্টস ডেস্ক
১৮ নভেম্বর ২০২৫, ২১:০৫
শেয়ার :
মোরসালিনের গোলে এগিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ

এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ফিরতি লেগে ভারতের বিপক্ষে গোল করেছেন শেখ মোরসালিন। তার গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে গেছে বাংলাদেশ।

মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ১১তম মিনিটে লিড পায় বাংলাদেশ। মাঝমাঠ থেকে রাকিবকে বল বাড়িয়ে বক্সের দিকে ছুটলেন শেখ মোরসালিন। গায়ের সঙ্গে সেঁটে থাকা ডিফেন্ডারকে গতিতে পেছনে ফেলে বক্সে ঢুকে নিজে শট না নিয়ে ফিরতি পাস বাড়ান রাকিব, অন্য প্রান্তে মোরসালিন টোকা দিয়ে গুরপ্রিতের দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়ান।