আড়াই বছর পর ক্যাম্প ন্যু’তে ফিরছে বার্সেলোনা
প্রায় আড়াই বছর পর আবারও নিজেদের ঐতিহ্যবাহী ক্যাম্প ন্যু’তে প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরছে বার্সেলোনা। শনিবার লা লিগায় আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আংশিক পুনর্নির্মাণ শেষে সীমিত ধারণক্ষমতা নিয়ে মাঠ খুলছে কাতালান জায়ান্টরা।
বার্সেলোনা সোমবার এক বিবৃতিতে জানায়, ‘লা লিগার ১৩তম ম্যাচ ডে’তে আথলেতিক ক্লাবের বিপক্ষে ২২ নভেম্বর শনিবার বিকেল সোয়া ৪টায় ম্যাচটি শেষ পর্যন্ত স্পটিফাই ক্যাম্প ন্যুতেই অনুষ্ঠিত হবে।’
এখন স্টেডিয়ামটির অনুমোদিত ধারণক্ষমতা ৪৫,৪০১-যা সংস্কার কাজ শেষ হলে নির্ধারিত ১,০৫,০০০ আসনের চেয়ে অনেক কম।
ক্লাব আরও জানায়, ‘বার্সেলোনা আবার নিজেদের স্টেডিয়ামে ফিরতে পেরে আনন্দিত এবং নতুন ক্যাম্প নউয়ের সার্বিক রূপান্তর প্রকল্পে এগিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ।’
কাতালানরা সর্বশেষ ২০২৩ সালের ২৮ মে মায়োর্কার বিপক্ষে আনুষ্ঠানিক ম্যাচ খেলেছিল ক্যাম্প ন্যুতে। এরপর থেকেই বৃহৎ পুনর্নির্মাণ কাজের জন্য স্টেডিয়ামটি বন্ধ ছিল।
সেই সময় থেকে বার্সেলোনা নিজেদের হোম ম্যাচ খেলেছে মনজুইকের অলিম্পিক স্টেডিয়ামে, যার ধারণক্ষমতাও এখনকার কমানো।
বার্সা জানায়, তারা উয়েফার সঙ্গে আলোচনা করছে যাতে আগামী সপ্তাহের চ্যাম্পিয়নস লিগ ম্যাচ-আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপেক্ষেটিও পুনর্নির্মিত ক্যাম্প ন্যুতে আয়োজন করা যায়। যদিও এখনো আনুষ্ঠানিক নিশ্চিতি আসেনি।
সংস্কার কাজের কারণে পূর্ণ ধারণক্ষমতা না থাকলেও এই অস্থায়ী ব্যবস্থা বহু সমর্থককে তাদের ‘আধ্যাত্মিক ঘর’-এ আবার ফিরতে দেবে—যা নিঃসন্দেহে হবে এক আবেগঘন মুহূর্ত।