মাল্টাকে হারিয়ে প্লে-অফে পোল্যান্ড
পিওতর জিয়েলিনস্কির শেষের গোলে মাল্টার মাঠে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়েছে পোল্যান্ড। এ জয়ে আগামী বছরের বিশ্বকাপ প্লে-অফে তাদের জায়গা নিশ্চিত হয়েছে।
তা’কালির ন্যাশনাল স্টেডিয়ামে এ জয়ে পোল্যান্ড গ্রুপ–জি-তে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান দখল করেছে। ফলে মার্চের প্লে-অফে তাদের খেলা নিশ্চিত হলো। নেদারল্যান্ডস লিথুয়ানিয়াকে হারিয়ে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। মাল্টা ৫ পয়েন্ট নিয়ে চতুর্থ।
৩১তম মিনিটে জিয়েলিনস্কির নিখুঁত ক্রসে ডি-বক্সে অবাধে উঠে হেডে গোল করেন রবার্ট লেভানদোভস্কি, দলকে এগিয়ে দেন ১-০ ব্যবধানে।
চার মিনিট পরই সমতায় ফেরে মাল্টা। পোলিশ গোলরক্ষক বার্তোমিয়েই দ্রাগোভস্কির ভুল ক্লিয়ারেন্স থেকে তৈরি হওয়া সুযোগে ছয় গজ দূর থেকে বল জালে ঠেলে দেন আরভিন কারডোনা।
৫৯তম মিনিটে কার্ট শ’র চেষ্টার বল দিক বদলে পৌঁছে যায় পাওয়েল শ্বিশোলেকের সামনে, যিনি প্রায় ১০ বছর পর আন্তর্জাতিক ফুটবলে নিজের প্রথম গোলটি করেন। পোল্যান্ডও আবার ২-১ ব্যবধানে এগিয়ে যায়।
কারোল শভিদেরস্কি দ্রুত আক্রমণ থেকে গোল করলেও ভিএআর জানায়, এর আগেই বক্সে মাল্টার কারডোনার ওপর ইয়াকুব কিভিওরের ফাউল হয়েছিল। ফলে গোল বাতিল হয়ে যায় এবং মাল্টা পায় পেনাল্টি।
৬৮তম মিনিটে টেডি তেউমা শান্তভাবে গোলরক্ষককে ভুল দিকে পাঠিয়ে স্কোরলাইন ২-২ করেন।
সময়ের মাত্র পাঁচ মিনিট বাকি থাকতে দূরপাল্লার নিচু শটে জিয়েলিনস্কির শট ডিফ্লেকশন খেয়ে মাল্টার পোস্টে জড়ায়। এ গোলে ৩-২ ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে পোল্যান্ড।
এ জয়ে আগামী মার্চে বিশ্বকাপ প্লে-অফে ওঠা নিশ্চিত করেছে পোল্যান্ড।