ফার্নান্দেস-নেভেসের হ্যাটট্রিক, ৯ গোল দিয়ে বিশ্বকাপে পর্তুগাল

স্পোর্টস ডেস্ক
১৭ নভেম্বর ২০২৫, ১২:৩০
শেয়ার :
ফার্নান্দেস-নেভেসের হ্যাটট্রিক, ৯ গোল দিয়ে বিশ্বকাপে পর্তুগাল

গ্রুপ ‘এফ’-এর শেষ যোগ্যতা নির্ধারণী ম্যাচে আর্মেনিয়াকে ৯-১ গোলে উড়িয়ে শীর্ষস্থান নিশ্চিত করেছে পর্তুগাল। ব্রুনো ফার্নান্দেস ও জোয়াও নেভেস করেছেন দারুণ দু’টি হ্যাটট্রিক, যাদের গোল-বন্যাতেই নিশ্চিত হলো ২০২৬ বিশ্বকাপের সরাসরি টিকিট।

গত বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বিপক্ষে ২–০ গোলে হেরে স্বয়ংক্রিয় যোগ্যতা নিশ্চিত করা আটকে গিয়েছিল পর্তুগালের। সেই ম্যাচে রেফারির লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোকে। তবে শেষ ম্যাচে তার প্রয়োজনই পড়েনি-কারণ বাকি দলই দেখিয়েছে দাপট।

১৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থাকায় রোনালদোর সামনে সুযোগ তৈরি হলো রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলার।

ম্যাচের সপ্তম মিনিটে রেনাতো ভেইগার হেডে লিড নেয় পর্তুগাল। তবে ১৮ মিনিটে কিছুটা ধাক্কাই খায় তারা-গ্রান্ট-লিয়ন রানোসের পাঠানো ক্রস থেকে এডুয়ার্ড স্পেরৎসিয়ান গোল করে ম্যাচে সমতা ফেরান। এটি আর্মেনিয়ার এই বাছাইপর্বে মাত্র তৃতীয় গোল।

তারপর আর পেছনে তাকাতে হয়নি পর্তুগালকে। গনসালো রামোস দ্বিতীয় গোল করে লিড বাড়ান। বিরতিতে যাওয়ার আগেই জোয়াও নেভেস আরও দুটি গোল করেন-এর মধ্যে দুর্দান্ত এক ফ্রি-কিক ছিল শীর্ষকোণে। প্রথমার্ধের যোগ করা সময়ে স্পট-কিক থেকে ফার্নান্দেস করে দেন স্কোরলাইন ৫–১।

বিরতির পর শুরুতেই গোল করেন ফার্নান্দেস। খেলায় একাধিক বদলি হলেও পর্তুগালের আক্রমণের ধার কমেনি। আরেকটি পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূরণ করেন তিনি।

পোস্টে লেগে ফিরলে বল জালে পাঠিয়ে নেভেসও করেন নিজের তৃতীয় গোল। রক্ষণে দিয়োগো কস্তার দুর্দান্ত উপস্থিতিতে আর্মেনিয়ার আর কোনো সুযোগ মিলেনি।

শেষ দিকে অতিরিক্ত সময়ে ফ্রান্সিসকো কনসেইসাও দুর্দান্ত দূরপাল্লার শটে যোগ করেন নবম গোল, আর তাতেই আর্মেনিয়ার বিপক্ষে জয়টা একতরফা উৎসবে পরিণত হয়।

দাপুটে জয়ের মধ্য দিয়েই পর্তুগাল জানিয়ে দিল-২০২৬ বিশ্বকাপে তারা আসছে সেরা ফর্মে।