বাজে হারে ৭ অনাক্ষাঙ্খিত রেকর্ড গড়ল ভারত

স্পোর্টস ডেস্ক
১৬ নভেম্বর ২০২৫, ১৮:৩৯
শেয়ার :
বাজে হারে ৭ অনাক্ষাঙ্খিত রেকর্ড গড়ল ভারত

ইডেন গার্ডেন্সে তিন দিনের মধ্যেই টেস্ট হারের লজ্জায় ডুবল ভারত। চতুর্থ ইনিংসে মাত্র ১২৪ রান তাড়া করতে নেমে ভারতীয় ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে যায় ৯৩ রানে। ৩০ রানে এই পরাজয়ের সঙ্গে আরও ৭টি বিব্রতকর রেকর্ড যুক্ত হলো ভারতের নামের পাশে।

১) ঘরের মাঠে চতুর্থ ইনিংসে সর্বনিম্ন স্কোর

দেশের মাটিতে টেস্টের চতুর্থ ইনিংসে এটাই ভারতের সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এর আগে ২০০৬ সালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০০ রানে অলআউট হয়েছিল ভারত। ইডেনের এই ব্যাটিং বিপর্যয় সেই রেকর্ড ভেঙে দিল।

২) সবচেয়ে কম রানে ডিফেন্ড করে প্রোটিয়াদের জয়

১২৪ রানের পুঁজি দিয়ে জেতা দক্ষিণ আফ্রিকার ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন রানের ডিফেন্স। এর আগে ১৯৯৪ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১৭ রান রক্ষা করেছিল তারা। এবার ইডেনে বাভুমাদের সাফল্য ভারতের জন্য অপমানজনক নজির তৈরি করল।

৩) ইডেনে দক্ষিণ আফ্রিকার কাছে দ্বিতীয়বার হার

ইডেনে দক্ষিণ আফ্রিকা মোট চারটি টেস্ট খেলেছে—জিতেছে দু’টি, হেরেছে দু’টি। ১৯৯৬ সালে ভারতকে ৩২৯ রানে হারিয়েছিল তারা। এরপর ২০০৪ ও ২০১০ সালে হারের পর আবারও ইডেনে জয় তুলে নিল প্রোটিয়ারা। পরিসংখ্যান বলছে, এই মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ধারাবাহিকতা ধরে রাখতে পারে না ভারত।

৪) ভারতের মাটিতে প্রোটিয়া স্পিনারের সেরা বোলিং ফিগার

দুই ইনিংস মিলিয়ে সাইমন হারমারের বোলিং ছিল অসাধারণ—২৯.২ ওভারে ৫১ রান দিয়ে ৮ উইকেট। টেস্টে ভারতের মাটিতে কোনও দক্ষিণ আফ্রিকান স্পিনারের সর্বোচ্চ উইকেট এখন হারমারের। তিনি ছাড়িয়ে গেলেন পল অ্যাডামসকে, যিনি ১৯৯৬ সালে ১৩৯ রান দিয়ে ৮ উইকেট নিয়েছিলেন।

৫) কম লক্ষ্য তাড়া করতে গিয়ে ভারতের দ্বিতীয় ব্যর্থতা

টেস্ট ইতিহাসে এটি ভারতের দ্বিতীয় সর্বনিম্ন রান তাড়া করতে গিয়ে হার। ১৯৯৭ সালে বার্বাডোজে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১২০ রান তাড়া করতে ব্যর্থ হয়েছিল ভারত। আর ঘরের মাটিতে এটাই সবচেয়ে কম লক্ষ্য তাড়া করতে গিয়ে ভারতের পরাজয়।

৬) সফরকারী দলের সবচেয়ে কম রানে ডিফেন্ড করে জয় ভারতের মাটিতে

ভারতের মাটিতে এত কম রান ডিফেন্ড করে কোনও সফরকারী দল কখনও জিততে পারেনি। আশ্চর্যের বিষয়—এই রেকর্ডও এর আগে ভারতের দখলে ছিল। মুম্বাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০৭ রান রক্ষা করেছিল তারা। এবার সেই রেকর্ড ছাড়িয়ে নিজেদের বিপক্ষেই তৈরি হলো লজ্জার আরেক নতুন অধ্যায়।

৭) ‘সেনা’ দেশের বিপক্ষে ঘরের মাঠে ভারতের টানা চার হার

দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া-এই চার ‘সেনা’ দেশের বিপক্ষে বিদেশে বরাবরই দুর্বল পারফরম্যান্স করে এসেছে ভারত। তবে ঘরের মাঠে পরিস্থিতি অনেকটা ভিন্ন ছিল। গৌতম গম্ভীরের দায়িত্ব নেওয়ার পর সেই ঘরোয়া দাপটও যেন হারিয়ে যাচ্ছে। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ঘরোয়া টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল ভারত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও এক ম্যাচে হারতে হয়েছে। ফলে সেনা দেশগুলোর বিপক্ষে ঘরের মাঠে ভারতের সাম্প্রতিক চার টেস্টে ফল দাঁড়াল-চারটিতেই হার।