‘হিরোকে কেউ জিরো বানাতে পারবে না’

বিনোদন ডেস্ক
১৬ নভেম্বর ২০২৫, ১৬:৫৯
শেয়ার :
‘হিরোকে কেউ জিরো বানাতে পারবে না’

রাজধানীর হাতিরঝিল থানায় প্রাক্তন স্ত্রী রিয়া মনির দায়ের করা হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় গ্রেপ্তার হন আশরাফুল আলম ওরফে হিরো আলম। গতকাল শনিবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। এদিন সন্ধ্যার মধ্যেই জামিন পেয়ে যান তিনি।

গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসানের আদালতে শুনানি শেষে তাকে ২০০ টাকার মুচলেকায় জামিন দেওয়া হয়।

জামিনের পর হিরো আলম গণমাধ্যমকে বলেন, ‘আমি তাকে মারলাম না। কোনো কিছুই করলাম না। কিন্তু আমাকে বিনা কারণে গ্রেপ্তার করাল। আটকাতে পারছে; আটকাতে পারবে না। কারণ হিরোকে কেউ জিরো বানাতে পারবে না। হিরো আলম সব জায়গায় হিরো ছিল, এখনো আছে।’

এর আগে, দুপুরে হিরো আলমকে পুলিশ আদালতে হাজির করে এবং বিকেলে এজলাসে তোলা হয়। হিরো আলমের আইনজীবী শান্তা সাছসিনা, রিপনসহ আরও অনেকেই তার জামিন চেয়ে শুনানি করেন। বাদীপক্ষ জিয়াউর রহমান, অভিজিৎ মজুমদার এই জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে ২০০ টাকায় মুচলেকায় আদালত তার জামিনের আবেদন মঞ্জুর করে।

গেল ১২ নভেম্বর হিরো আলম ও তার সহযোগী আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরোয়ানার ভিত্তিতে শনিবার দুপুরে হিরো আলমকে আটক করেন হাতিরঝিল থানা পুলিশ।

মামলার অভিযোগে বলা হয়, হিরো আলম ও তার সাবেক স্ত্রী রিয়া মনির মধ্যে বিরোধের জেরে ২১ জুন হাতিরঝিল এলাকায় একটি বাসায় ডেকে নেওয়ার পর রিয়া মনি ও তার পরিবারকে গালিগালাজ ও মারধর করা হয়। পরে তাদের বাসায় ঢুকে কাঠের লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে রিয়া মনির শরীরে জখম হয় এবং তার গলা থেকে দেড় ভরি স্বর্ণের চেইন লুট করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

আমাদের সময়/ এসএ