আইপিএল নিলাম আবুধাবিতে

স্পোর্টস ডেস্ক
১৬ নভেম্বর ২০২৫, ১৫:৪৯
শেয়ার :
আইপিএল নিলাম আবুধাবিতে

২০২৬ আইপিএল নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৬ ডিসেম্বর, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এমনটি নিশ্চিত করেছে। এর আগে ক্রিকবাজ জানিয়েছিল, ডিসেম্বরের মাঝামাঝি উপসাগরীয় অঞ্চলে এ নিলাম আয়োজনের পরিকল্পনা রয়েছে। অবশেষে বিসিসিআই জানায়, আবুধাবির ইতিহাদ অ্যারেনা হবে নিলামের ভেন্যু।

যেদিন দশটি ফ্র্যাঞ্চাইজি তাদের রিটেনশন তালিকা জমা দিয়েছে, সেদিনই আরও জানানো হয়েছে যে, এবার নিলামে দলগুলোর সম্মিলিত বাজেট থাকবে ২৩৭.৫৫ কোটি রুপি। রিটেনশনের পর নিলামে সর্বোচ্চ ৭৭টি ফাঁকা স্থানে খেলোয়াড় নেওয়া যাবে, যার মধ্যে ৩১টি স্লট বিদেশিদের জন্য।

হাইপ্রোফাইল ক্রিকেটার আন্দ্রে রাসেল ও ভেঙ্কটেশ আইয়ারকে ছেড়ে দেওয়া কলকাতা নাইট রাইডার্স এবার নিলামে সবচেয়ে বড় পার্স নিয়ে নামবে-৬৪.৩০ কোটি রুপি। এরপর রয়েছে চেন্নাই সুপার কিংস, যাদের পার্স ৪৩.৪০ কোটি রুপি।

অন্যদিকে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের হাতে রয়েছে সবচেয়ে কম বাজেট-মাত্র ২.৭৫ কোটি রুপি, কারণ ইতোমধ্যেই তাদের স্কোয়াডে রয়েছে ২০ জন খেলোয়াড়।