মিনি নিলামের আগে বড় তারকাদের রিলিজ, কলকাতার তালিকায় রাসেল
আইপিএল মিনি নিলামকে সামনে রেখে দলগুলো যে বড় পরিবর্তনের দিকে এগোচ্ছে, তার সবচেয়ে জোরালো ঘোষণা এসেছে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) রিলিজ তালিকা থেকে। দীর্ঘদিনের অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে বিদায় জানিয়েছে কেকেআর, সঙ্গে ছেড়ে দিয়েছে গত মৌসুমের বড় ক্রয়কৃত তারকা ভেঙ্কটেশ আইয়ারকেও।
বিদেশি কোটাও খালি করেছে কেকেআর। ছেড়ে দেওয়া হয়েছে কুইন্টন ডি কক, আনরিখ নরকিয়া, রহমানউল্লাহ গুরবাজ, মঈন আলি ও স্পেন্সার জনসনকে। মায়াঙ্ক মারকান্ডে বাণিজ্য চুক্তিতে গেছেন মুম্বাই ইন্ডিয়ানসে।
ভারতীয়দের মধ্যে চেতন সাকারিয়া ও লবনিথ সিসোদিয়াও দল ছাড়লেন। বড় এই পরিবর্তনের ফলে কেকেআরের হাতে এখন ৬৪.৩ কোটি রুপি, সব দলের মধ্যে সবচেয়ে বড় পার্স এবং মোট ১৩টি (৬টি বিদেশি) স্লট খালি।
চেন্নাই সুপার কিংসও বাণিজ্য চুক্তি ও রিলিজ তালিকায় ব্যস্ত সময় কাটিয়েছে। রবীন্দ্র জাদেজা ও স্যাম কারানকে ট্রেড করার পাশাপাশি তারা ছেড়েছে লংকান পেসার মাথিশা পাথিরানা ও নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্রকে।
রাজস্থান রয়্যালস (আরআর) সঞ্জু স্যামসন ও নীতিশ রানা বাণিজ্য করার পর ছেড়েছে লংকান স্পিন জুটি হাসারাঙ্গা–থিকসানা। এছাড়া কুনাল সিং রাঠোর, আকাশ মাধওয়াল, অশোক শর্মা, ফজল ফারুকি ও কুমার কার্তিকেয়াও দলের তালিকা থেকে বাদ পড়েছেন। তাদের হাতে এখন রয়েছে ১৬.০৫ কোটি রুপি, সঙ্গে ৯টি স্লট খালি।
২০২৫ আইপিএলের রানার্সআপ পাঞ্জাব কিংস ছেড়ে দিয়েছে তাদের বড় নাম জশ ইংলিস ও গ্লেন ম্যাক্সওয়েলকে। এছাড়া ছেড়ে দেওয়া হয়েছে অ্যারন হার্ডি, কুলদীপ সেন ও প্রবীণ দুবেকেও।
প্রথমবারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হওয়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) বিদেশি স্লট খালি করতে ছেড়ে দিয়েছে লিয়াম লিভিংস্টোন, টিম সাইফার্ট, লুঙ্গি এনগিডি ও ব্লেসিং মুজারাবানিকে। ভারতীয়দের মধ্যে বাদ পড়েছেন মায়াঙ্ক আগরওয়াল, স্বস্তিক চিকারা, মনোজ ভান্ডাজে ও মোহিত রাঠি।
মুম্বাই ইন্ডিয়ানস, যারা ট্রেডিং উইন্ডোতে শারদুল ঠাকুর ও শেরফেন রাদারফোর্ডকে দলে টেনেছে, তারা ছেড়ে দিয়েছে মোট ৯ জন খেলোয়াড়কে। তালিকায় রয়েছেন স্যাত্যায়নারায়ণ রাজু, ভিগনেশ পুথুর, রিস টপলি, বেভন জ্যাকবস, মুজিব উর রহমান, লিজাড উইলিয়ামস, করণ শর্মা, লোকেশ শ্রিজিথ এবং অর্জুন টেন্ডুলকৈার (বাণিজ্য চুক্তিতে এলএসজিতে যোগ দিয়েছেন)।
দিল্লি ক্যাপিটালসের রিলিজ তালিকার বড় নাম ফাফ ডু প্লেসি ও মোহিত শর্মা। এছাড়া ছেড়ে দিয়েছে জেক ফ্রেজার–ম্যাকগার্ক, ডোনোভান ফেরেইরা (ট্রেড), সেদিকুল্লাহ আতাল, মানভন্থ কুমার ও দর্শন নালকাণ্ডেকে।
লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) ছেড়েছে ৮ খেলোয়াড়-শারদুল ঠাকুর ট্রেড করার পাশাপাশি বিদায় জানিয়েছে ডেভিড মিলার, আকাশ দীপ, রবি বিষ্ণোই, শামার জোসেফ, আরিয়ান জুয়াল, যুবরাজ চৌধুরী ও রাজবর্ধন হাঙ্গারগেকারকে।
সানরাইজার্স হায়দরাবাদ ট্রেডে মোহাম্মদ শামিকে ছাড়ার পর রিলিজ করেছে অ্যাডাম জাম্পা, অভিনব মনোহর, রাহুল চাহার, ভিয়ান মুলডার, অথর্ব তাইডে, সাচীন বেবি ও সিমারজিত সিংকে।
গুজরাট টাইটানস রাদারফোর্ডকে এমআইতে ট্রেড করার পাশাপাশি ছেড়ে দিয়েছে জেরাল্ড কোয়েটজি, দাসুন শানাকা, মহিপাল লোমর, করিম জানাত ও কুলওয়ান্ত খেজরোলিয়াকে।