স্পিনারদের দাপটে কলকাতা টেস্টের নিয়ন্ত্রণে ভারত

স্পোর্টস ডেস্ক
১৫ নভেম্বর ২০২৫, ১৮:৪০
শেয়ার :
স্পিনারদের দাপটে কলকাতা টেস্টের নিয়ন্ত্রণে ভারত

চেন্নাই সুপার কিংসের সঙ্গে দীর্ঘ অধ্যায় আনুষ্ঠানিকভাবে শেষ করা দিনেই বল হাতে জ্বলে উঠলেন রবীন্দ্র জাদেজা। তার ঘূর্ণি দাপটে কলকাতায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দৃঢ়ভাবে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে ভারত।

স্পিন সহায়ক উইকেটে ভারত প্রথম ইনিংসে গুটিয়ে যায় ১৮৯ রানে, মাত্র ৩০ রানের ক্ষীণ লিড পেয়ে। তবে জাদেজা, কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেলের বামহাতি স্পিন ত্রয়ী দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপে ঝড় তুলে দ্বিতীয় দিন শেষে তাদের লিড আটকে দেয় ৬৩ রানে।

দিনের শুরুতে ভারতের লক্ষ্য ছিল টিকে থাকা। উইকেটে অতিরিক্ত বাউন্স সামলাতে ওয়াশিংটন সুন্দর ও লোকেশ রাহুল সতর্কভাবে শুরু করেন। ধীরে ধীরে ঘাটতি কমানোর পর ওয়াশিংটন কেশব মহারাজকে লং অনের ওপর দিয়ে ছক্কা মারেন। তবে ‘পানি পানি’ বিরতির পর সাইমন হার্মারের দুর্দান্ত ডেলিভারিতে ওয়াশিংটন আউট হন। একই ওভারে গলায় আঘাত পেয়ে শুভমান গিল রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যান।

রাহুল ছক্কায় চাপ কমানোর চেষ্টা করলেও মহারাজ তাকে আউট করে দেন। রিশভ পান্তও ২৭ রান করে দ্রুত আউট হন। হার্মার লাঞ্চের পর ধ্রুব জুরেলকে থামান। জাদেজাদের এই স্পিন আধিপত্যের মধ্যেই কোনোমতে দক্ষিণ আফ্রিকার স্কোর টপকে গিয়ে ৩০ রানের ছোট লিডে থামে ভারত। গিল আর নামতে না পারায় ইনিংস দ্রুতই শেষ হয়।

কিন্তু দক্ষিণ আফ্রিকা সেই ৩০ রান তুলতেই হারায় দুই ওপেনারকে। চা বিরতির ঠিক আগে কুলদীপ এলবিডব্লিউ করেন রায়ান রিকেলটনকে। শেষ সেশন শুরু হতেই দেখা যায় জাদেজা শো। তিনি প্রথমে এইডেন মার্করামকে ফেরান, তারপর একই ওভারে ভিয়ান মুলডার ও টনি ডি জর্জিকে আউট করে প্রোটিয়াদের ৪০/৪-এ স্কোর আনেন।

টেম্বা বাভুমা কিছুটা প্রতিরোধ গড়লেও পানি পানি বিরতির পর জাদেজা দুর্দান্ত এক বল করে ট্রিস্টান স্টাবসের স্টাম্প উড়িয়ে দেন। এরপর কাইল ভেরেয়েনের ভুল শট নির্বাচনে অক্ষরের বলে বোল্ড হয়ে দলকে বিপদে ফেলেন তিনি।

মার্কো ইয়ানসেন প্রথম বলেই এলবিডব্লিউ থেকে বেঁচে গিয়ে অক্ষরকে ছক্কা মেরে লিড পেরিয়ে দেন ৫০ রান। তবে শেষ পর্যন্ত কুলদীপ তাকে আউট করে দিনের খেলা শেষ করেন, বাভুমাকে (২৯*) অপরাজিত রেখেই।

তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকার সামনে কঠিন চ্যালেঞ্জ-এমন অনিশ্চিত উইকেটে লড়াই করার জন্য অধিনায়ক বাভুমা ও লোয়ার অর্ডারের বড় ভূমিকা লাগবে।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা ১৫৯ ও ৯৩/৭ (তেম্বা বাভুমা ২৯*; জাদেজা ৪/২৯, কুলদীপ ২/১২)

ভারত ১৮৯ (রাহুল ৩৯; হার্মার ৪/৩০, ইয়ানসেন ৩/৩৫)

দক্ষিণ আফ্রিকার লিড: ৬৩ রান