ক্যাম্প ন্যু’তে মেসির মূর্তি স্থাপন করতে চান বার্সা সভাপতি

স্পোর্টস ডেস্ক
১৫ নভেম্বর ২০২৫, ১৮:২১
শেয়ার :
ক্যাম্প ন্যু’তে মেসির মূর্তি স্থাপন করতে চান বার্সা সভাপতি

কিংবদন্তি লিওনেল মেসিকে সম্মান জানাতে ক্যাম্প ন্যুতে তার একটি মূর্তি স্থাপন করার পরিকল্পনা করছেন বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা। এর আগে গত রবিবার ৩৮ বছর বয়সী মেসি হঠাৎই বার্সার নতুন স্টেডিয়াম কমপ্লেক্সে হাজির হন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের উপস্থিতির ছবি দিয়ে তিনি লেখেন- ‘একদিন সেই বিদায়টা জানাতে ফিরতে পারবেন, যা খেলোয়াড় হিসেবে বলা হয়নি।’

লা মাসিয়া নিয়ে লেখা একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে লাপোর্তা বলেন, ‘মেসি বার্সেলোনায় বিশ্বের সবচেয়ে সুন্দর সম্মান পাওয়ার যোগ্য। আমরা মনে করি মেসির জন্য আরও বড় কিছু করা উচিত। ক্যাম্প ন্যু’তে মেসির একটি মূর্তি থাকা উচিত। কুবালা ও ইয়োহান ক্রুইফের যদি মূর্তি থাকে, তাহলে লিওরও অবশ্যই থাকা ন্যায্য।’

২০২১ সালের আগস্টে ক্লাবের আর্থিক সংকটের কারণে ফ্রি এজেন্ট হিসেবে বার্সেলোনা ছাড়তে বাধ্য হন মেসি। বার্সায় ২১ বছরে তিনি জিতেছিলেন রেকর্ড ৩৪টি ট্রফি। তবে কোভিড-১৯ বিধিনিষেধের কারণে বার্সার ইতিহাসের সর্বোচ্চ ম্যাচ–গোলদাতা মেসি সঠিকভাবে বিদায় জানাতে পারেননি।

লাপোর্তার সঙ্গে তার সম্পর্কও বিদায়ের পর শীতল হয়ে পড়ে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মেসি স্বীকার করেন-তিনি আদর্শ বিদায় না পেয়ে, বার্সেলোনা ত্যাগ করেছেন নিজের কল্পনার বিপরীতে।

প্রস্তাবিত মূর্তি প্রসঙ্গে লাপোর্তা আরও বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। প্রথমে পরিবারের সম্মতি প্রয়োজন। নকশা চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে এগোবো। বার্সার সব সমর্থকই চান মেসির মূর্তি থাকুক সেই স্থানে, যেখানে ক্লাবের মহান তারকাদের সম্মান জানানো হয়।’

২০২৩ সালে পিএসজি ছাড়ার পর ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। সম্প্রতি তিনি ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করেছেন, যা ২০২৮ এমএলএস মৌসুমের শেষ পর্যন্ত চলবে। তখন তার বয়স হবে ৪১।