এবার হ্যাজলউড, অ্যাশেজের আগে অস্ট্রেলিয়া শিবিরে ইনজুরির মিছিল
ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজ অ্যাশেজের আগে ইনজুরিতে টালমাটাল অস্ট্রেলিয়া দল। এবার হ্যামস্ট্রিং ইনজুরির কারণে প্রথম টেস্ট থেকে বাদ পড়েছেন তারকা পেসার জশ হ্যাজলউড। আগেই প্রথম টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন অধিনায়ক প্যাট কামিন্স।
শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলসের হয়ে ভিক্টোরিয়ার বিপক্ষে ম্যাচের সময় হ্যামস্ট্রিংয়ে আঘাত পান হ্যাজলউড। স্ক্যানের পর প্রাথমিকভাবে তাকে সম্পূর্ণ সুস্থ ঘোষণা করা হয়েছিল ৩৪ বছর বয়সী এই পেসারকে। কিন্তু পুনরায় ইমেজিংয়ে স্ট্রেনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
২১ নভেম্বর পার্থে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের মাত্র কয়েকদিন আগে স্বাগতিকদের জন্য এটি একটি বড় ধাক্কা। তবে ৪ ডিসেম্বর ব্রিসবেনে দ্বিতীয় টেস্টের জন্য হ্যাজলউড ফিরে আসবেন বলে আশাবাদী অস্ট্রেলিয়া দল।
এদিকে, অস্ট্রেলিয়ার রিজার্ভ ফাস্ট বোলার শন অ্যাবটও ইনজুরিতে আক্রান্ত। হ্যাজেলউডের সাথে একই ম্যাচে হ্যামস্ট্রিংয়ে আঘাত পেয়েছেন তিনি। তার দলে ফেরাও স্পষ্ট নয়। দুটি টেস্ট খেলা মাইকেল নেসারকে শনিবার দলে ডাকা হয়েছে।
হ্যাজলউড এবং কামিন্সের অনুপস্থিতিতে মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড এবং নাথান লায়ন পার্থে বোলিং আক্রমণের নেতৃত্ব দেবেন। তাদের পাশাপাশি ব্রেন্ডন ডগেটের অভিষেক হওয়ার সম্ভাবনা আছে।