সেঞ্চুরি খরা কাটিয়ে ডি ভিলিয়ার্সকে পেছনে ফেললেন বাবর
৮০৭ দিন ও ৮৩ ইনিংস পর সেঞ্চুরির দেখা পেয়েছেন পাকিস্তানের বাবর আজম। ১১৯ বলে ১০২ রানে অপরাজিত থেকে পাকিস্তানকে এনে দিয়েছেন ম্যাচ ও সিরিজ জয়। নিজেকে ফিরে পাওয়ার দিনে বেশ কিছু ব্যক্তিগত মাইলফলকও স্পর্শ করেছেন তিনি।
ওয়ানডেতে এটি বাবরের ২০তম সেঞ্চুরি। যা সাঈদ আনোয়ারের সঙ্গে পাকিস্তানের হয়ে যৌথ সর্বোচ্চ। ২০টি সেঞ্চুরি করতে সাঈদের লেগেছিল ২৪৪ ইনিংস। বাবর সেটি করে দেখালেন মাত্র ১৩৬ ইনিংসে। তৃতীয় সর্বোচ্চ ১৫টি সেঞ্চুরি মোহাম্মদ ইউসুফের (২৬৭ ইনিংস) ও চতুর্থ সর্বোচ্চ ফখর জামানের (১১টি, ৯০ ইনিংসে)।
৩১ বছর বয়সী বাবর এবি ডি ভিলিয়ার্সকে ছাড়িয়ে পুরুষদের ওয়ানডে ইতিহাসে তৃতীয় দ্রুততম ২০ সেঞ্চুরি করা ব্যাটার। ডি ভিলিয়ার্সের চেয়ে ৩৯ ইনিংস কম খেলে এই রেকর্ড গড়েন তিনি। তার ওপরে দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা এবং ভারতের বিরাট কোহলি। এই দুজন যথাক্রমে ১০৮ এবং ১৩৩ ইনিংসে এই মাইলফলক অর্জন করেছিলেন।
পুরুষ ওয়ানডেতে দ্রুততম ২০ সেঞ্চুরি করা ক্রিকেটার
হাশিম আমলা - ১০৮ ইনিংস
বিরাট কোহলি - ১৩৩ ইনিংস
বাবর আজম - ১৩৬ ইনিংস
এবি ডি ভিলিয়ার্স - ১৭৫ ইনিংস
রোহিত শর্মা - ১৮৩ ইনিংস
মজার বিষয় হলো, শ্রীলঙ্কার বিপক্ষে এটি বাবর আজমের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি। পাকিস্তানি ব্যাটারদের মধ্যে সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক এবং মোহাম্মদ হাফিজের সঙ্গে যা যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানি ব্যাটারদের মধ্যে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ডটি কিংবদন্তি ওপেনার সাঈদের দখলে, যিনি ৫২ ম্যাচে সাতটি সেঞ্চুরি করেছেন।
গতকাল সেঞ্চুরি করে শ্রীলংকার বিপক্ষে নিজের রান ১৩ ইনিংসে ৬৬৬-এ নিয়ে গেছেন বাবর। ভেঙে দিয়েছেন ইমরান খানের (৬৩৬) রেকর্ড।