৩৪২.৮৫ স্ট্রাইকরেট, ৪২ বলে ১৪৪ রান করে সূর্যবংশীর ইতিহাস

স্পোর্টস ডেস্ক
১৪ নভেম্বর ২০২৫, ১৯:৪২
শেয়ার :
৩৪২.৮৫ স্ট্রাইকরেট, ৪২ বলে ১৪৪ রান করে সূর্যবংশীর ইতিহাস

আগের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ার ঘটনা বেশ কয়েকবারই ঘটিয়েছেন ভারতের বিস্ময় ক্রিকেটার বৈভব সূর্যবংশী। আজ শুক্রবার কাতারের দোহায় রাইজিং স্টারস এশিয়া কাপে ভারত ‘এ’ দলের হয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও নতুন ইতিহাস গড়লেন তিনি। 

আরব আমিরাতের বিপক্ষে আজ মাত্র ৪২ বলে ১৪৪ রান করেছেন তিনি। ১১টি চার ও ১৫ ছক্কায় ৩৪২.৮৫ স্ট্রাইকরেটে ব্যাট করেছেন তিনি। ১৭ বলে ফিফটি করা সূর্যবংশী সেঞ্চুরি হাঁকিয়েছেন ৩২ বলে। শেষদিকে ৩২ বলে ৮৩ রান করেছেন তার সতীর্থ ও ‘এ’ দলের অধিনায়ক জিতেশ শর্মা। তাতে প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ২৯৭ রানের পাহাড়সম স্কোর গড়ে ভারত। 

আজকের হিসেবে সূর্যবংশীর বয়স ১৪ বছর ২৩২ দিন। কোনো একটি দলের প্রতিনিধিত্ব করে এত কম বয়সে সেঞ্চুরি হাঁকাতে পারেননি কেউ। এছাড়া স্ট্রাইকরেটের হিসেবে এটি চতুর্থ সর্বোচ্চ। 

সূর্যবংশীর ৩২ বলে সেঞ্চুরিও টি-টোয়েন্টিতে কোনো ভারতের ব্যাটারের চতুর্থ দ্রুততম। একই সংখ্যক বল খেলে শতক হাঁকানোর কৃতিত্ব আছে রিশাভ পান্তের। ২০১৮ সালে দিল্লির হয়ে হিমাচল প্রদেশের বিপক্ষে এই রেকর্ড গড়েন তিনি। 

এছাড়াও টি-টোয়েন্টিতে সূর্যবংশীর আজকের ইনিংস কোনো ভারতীয়র হয়ে চতুর্থ সর্বোচ্চ। তিলক ভার্মা সর্বোচ্চ ১৫১ রানের ইনিংস খেলেছিলেন। এছাড়াও শ্রেয়াস আইয়ারের ১৪৭ ও পুনিত বিসতের ১৪৬ রানের ইনিংস আছে।