বোমা হামলার পরও সিরিজ খেলায় লংকান ক্রিকেটারদের ধন্যবাদ জানালেন শাহিনরা
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গত মঙ্গলবারের আত্মঘাতী বোমা হামলার পরও ওয়ানডে সিরিজ চালিয়ে যাওয়ায় শ্রীলংকার ক্রিকেটারদের ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক্স অ্যাকাউন্টে শেয়ার করা একটি ভিডিওতে দলটির অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি বলেছেন, ‘আমরা শ্রীলঙ্কা এবং তাদের ক্রিকেট দলের প্রতি কৃতজ্ঞ, যারা কঠিন সময়ে পাকিস্তান এবং (পাকিস্তান) ক্রিকেটের পাশে দাঁড়িয়েছে।’
পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমান আলী আগা বলেছেন, ‘(পরিস্থিতি) বোঝার জন্য ও সিরিজ চালিয়ে নেওয়ার জন্য শ্রীলঙ্কা ক্রিকেটকে (এসএলসি) ধন্যবাদ। একটি জাতি হিসেবে আমরা ইতিমধ্যেই অনেক কষ্ট ও ক্ষতির সম্মুখীন হয়েছি এবং আমাদের সরকার, নিরাপত্তা বাহিনী, পিসিবি এবং ভক্তরা ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের জন্য উল্লেখযোগ্য ত্যাগ এবং প্রচেষ্টা করেছে।’
শ্রীলংকা সিরিজে দ্বিতীয় ওয়ানডে হওয়ার কথা ছিল ১৩ নভেম্বর, বৃহস্পতিবার। তবে সেটি নেওয়া হয়েছে শুক্রবারে। আগামী রোববার সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে।
শ্রীলংকান বোর্ড একদিন আগে স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল, যদি কোনো খেলোয়াড় আশ্বাস সত্ত্বেও শ্রীলঙ্কায় ফিরে যেতে চায়, তাহলে তাকে কোনো বাধা ছাড়াই চলমান সিরিজ থেকে ছেড়ে দেওয়া হবে ও আরেকজনকে প্রতিস্থাপন করা হবে। তবে ওই খেলোয়াড়কে তার কর্মকাণ্ডের জন্য ক্রিকেট বোর্ড কর্তৃক আনুষ্ঠানিক পর্যালোচনার মধ্য দিয়ে যেতে হবে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার ইসলামাবাদে জেলা আদালতের বাইরে আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত এবং ২৭ জন আহত হওয়ার পর উদ্বেগ সৃষ্টি হওয়ার পরই এই বিবৃতি দেয় লংকান বোর্ড। টিম ম্যানেজমেন্ট সূত্রে এসএলসি জানিয়েছে, জাতীয় দলের কিছু ক্রিকেটার পাকিস্তান ছেড়ে যাওয়ার অনুরোধ করেছেন।